কোন মাদক দেহে কতদিন থাকে?

সূচিপত্র
  1. মাদক গ্রহণের কতদিন পর পরীক্ষা করলে ধরা পরে?
  2. মাদকদ্রব্য গ্রহণের পর কতদিন পর্যন্ত দেহে থাকে?
  3. শরীরে মাদকের প্রভাব কতদিন থাকে?

মাদক গ্রহণের কতদিন পর পরীক্ষা করলে ধরা পরে?

ধরুন আপনি শখের বসে কোন মাদক গ্রহণ করলেন এবং ভাবলেন কেউ দেখেনি তাই কেউ এই বিষয়টি কেউ জানবে না। আবার অনেকেই ভাবে নেশা কেটে গেলেই বুঝি দেহ থেকে মাদক বের হয়ে যাবে,কেউ আর ধরতে পারবে না। তাহলে আপনি ভুল ভাবছেন! ডোপ টেস্ট করলে খুব সহজেই ধরা পরবে আপনি কতদিন আগে কি ধরণের এবং কি পরিমাণ মাদক গ্রহণ করেছিলেন।

আপনার দেহ থেকে প্রসাব,রক্ত,চামড়া,লালা সংগ্রহ করে পরীক্ষা করে মাদকের উপস্থিতি সনাক্ত করা সম্ভব। এমনকি চুলে পরীক্ষা করেও মাদকের উপস্থিতি সনাক্ত করা যায়। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা কোন মাদক দেহে কতদিন থাকে?

কোন মাদক দেহে কতক্ষণ থাকে
মাদকদ্রব্য গ্রহণের পর কতদিন পর্যন্ত দেহে থাকে?

আপনি আরো পড়তে পারেন ………. ডোপ টেস্ট ভুল হয় কোন ওষুধ খেলে?

মাদকদ্রব্য গ্রহণের পর কতদিন পর্যন্ত দেহে থাকে?

মাদকদ্রব্য গ্রহণের পর কতদিন পর্যন্ত দেহে থাকে তা ধারাবাহিক আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করি…..

শরীরে মাদকের প্রভাব কতদিন থাকে?

কোন মাদকদ্রব্য গ্রহণ করার পর তা দেহে কতদিন পর্যন্ত থাকে তা নির্ভর করে মাদকের প্রকৃতি ও গ্রহণ মাত্রার উপর।

অ্যালকোহল বা মদ গ্রহণের পর কতদিন পর্যন্ত দেহে থাকে?

মদ খাওয়ার পর পাকস্থলী ও অন্ত্র থেকে রক্তে মিশে যায়। রক্তের মাধ্যমে অ্যালকোহল দেহের সব কোষে প্রবেশ করে। ব্রেইন বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অ্যালকোহল প্রবেশ করলে রক্ত চাপ বেড়ে যায় ফলে মতিভ্রম বা হেলুসিনেশন সৃষ্টি হয়,একে আমরা মদের নেশা বলে থাকি।(মাদক দেহে কতদিন থাকে)

লালা,মূত্র, রক্ত,চুল পরীক্ষার মাধ্যমে মদ সনাক্ত করা যায়। ব্রেথেলাইজার ডিটেকটর নামক হ্যান্ড যন্ত্রের মাধ্যমে ট্রাফিক পুলিশ সন্দেহভাজন ব্যক্তির নিঃশ্বাস পরীক্ষা করে তাৎক্ষণিকভাবে অ্যালকোহলের উপস্থিতি সনাক্ত করতে পারেন। মদ পান করার পর কতদিন দেহে থাকে বা ডোপ টেস্টে ধরা পরে তা ছকে দেখুন….
মদ পান করার পর কতদিন দেহে থাকে

গাঁজা সেবনের পর কতদিন পর্যন্ত দেহে থাকে?

গাঁজার প্রভাব দেহে কতদিন থাকে?

গাঁজা এক ধরণের গুল্ম জাতীয় গাছ। গাঁজার পুংকেশর ও পাতা একসাথে শুকিয়ে ধোঁয়া হিসেবে গ্রহণ করা হয়। গাঁজার ধোঁয়া ফুসফুসে প্রবেশ করার পর
এর নেশা সৃষ্টিকারী উপাদান Tetrahydrocannabinol(THC) cannabidiol,cannabinol,tetrahydrocannabivarin রক্তে মিশে যায়। (মাদক দেহে কতদিন থাকে)

রক্তের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করার পর নেশা সৃষ্টি করে। গাঁজা খাওয়ার কতদিন পর পরীক্ষা করলে ডোপ টেস্ট পজিটিভ আসে তা নিচের ছকে দেখুন।

গাঁজার প্রভাব দেহে কতদিন থাকে?

মাদকের নামলালা পরীক্ষামূত্র পরীক্ষারক্ত পরীক্ষাচুল পরীক্ষা
গাঁজা৭২ ঘণ্টা৩০ দিন ৪ ঘণ্টা৯০ দিন

ওপিওয়েড(Opioid)বা আফিম জাতীয় মাদক

আফিম গ্রহণ করার পর কতদিন পর্যন্ত ডোপ টেস্টে ধরা পরে

পপি বা আফিম গাছের ফল থেকে প্রস্তুতকৃত সকল মাদক ওপিওয়েড মাদক নামে পরিচিত। আফিম গাছ থেকে সংগৃহীত মাদকের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত মাদক হলো মরফিন, কোডেইন,হেরোইন, ট্রামাডল। (মাদক দেহে কতদিন থাকে)

হেরোইন সেবনের পর কতদিন পর্যন্ত ডোপ টেস্টে ধরা পরে

মাদকের নামলালা পরীক্ষামূত্র পরীক্ষারক্ত পরীক্ষাচুল পরীক্ষা
হেরোইন১ ঘণ্টা৩ দিন ৬ ঘণ্টা৯০ দিন
হেরোইন প্রভাব দেহে কতদিন থাকে?

মরফিন গ্রহণ করার পর কতদিন পর্যন্ত ডোপ টেস্টে ধরা পরে

মাদকের নামলালা পরীক্ষামূত্র পরীক্ষারক্ত পরীক্ষাচুল পরীক্ষা
মরফিন ৩ দিন৩ দিন ৩ দিন৯০ দিন
মরফিন প্রভাব দেহে কতদিন থাকে?

কডেইন সেবনের পর কতদিন পর্যন্ত ডোপ টেস্টে ধরা পরে

মাদকের নামলালা পরীক্ষামূত্র পরীক্ষারক্ত পরীক্ষাচুল পরীক্ষা
কডেইন ৪ দিন৩ দিন ১ দিন৯০ দিন

আফিম গ্রহণ করার পর কতদিন পর্যন্ত ডোপ টেস্টে ধরা পরে

মাদকের নামলালা পরীক্ষামূত্র পরীক্ষারক্ত পরীক্ষাচুল পরীক্ষা
আফিম ৩ দিন৩ দিন ৩ দিন৯০ দিন
আফিম প্রভাব দেহে কতদিন থাকে?

বেনজোডায়াজেপিন(Benzodiazepine)

ঘুমের ওষুধ  প্রভাব দেহে কতদিন থাকে?

এটি কৃত্রিমভাবে তৈরি রাসায়নিক ঔষধ। অনিদ্রা ও উদ্বিগ্নতা কমানোর জন্য ডাক্তার রোগীদের প্রেসক্রাইব করেন। বাংলাদেশে ডায়াজিপাম ঔষধ হিসেবে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্রান্ড নামে বিক্রি করে। Benzodiazepines বেশি পরিমাণে গ্রহণ করলে মস্তিষ্কে হ্যালুসিনেশন তৈরি করে। (মাদক দেহে কতদিন থাকে)

ঘুমের ওষুধ সেবনের পর কতদিন পর্যন্ত ডোপ টেস্টে ধরা পরে

মাদকের নামলালা পরীক্ষামূত্র পরীক্ষারক্ত পরীক্ষাচুল পরীক্ষা
ঘুমের ওষুধ ডায়াজিপাম,Ativum,Librium,Valium,Xanax ২ দিন৪ দিন ১ দিন৯০ দিন
ঘুমের ওষুধ প্রভাব দেহে কতদিন থাকে?

হেলুসিনেটিং মাদক

যেসব মাদক গ্রহন করার পর তীব্র হেলুসিনেশন তৈরি হয় তাকে হেলুসিনেটিং ড্রাগ বা মাদক বলে। এর মধ্যে উল্লেখযোগ্য ও পরিচিত মাদক হলো এলএসডি ও ডিএমটি। এছাড়াও PCP,ম্যাজিক মাশরুম,আয়াহুয়াসকা,ডেক্সোমেথরফেন, কিটামিন এই মাদকের তালিকাভুক্ত। (মাদক দেহে কতদিন থাকে)

এক্সটাসি বা আইস সেবনের কতদিনের মধ্যে ডোপটেস্ট করলে ধরা পরবে?

মাদকের নামলালা পরীক্ষামূত্র পরীক্ষারক্ত পরীক্ষাচুল পরীক্ষা
এক্সটাসি বা আইস ২ দিন৪ দিন ২ দিন৯০ দিন
আরো পড়ুন… এক্সটাসি বা আইস মাদক কী? ফান ট্যাবলেট ক্রিস্টাল মেথ সম্পর্কে বিস্তারিত#

ইয়াবা সেবনের কতদিনের মধ্যে ডোপটেস্ট করলে ধরা পরবে?

মাদকের নামলালা পরীক্ষামূত্র পরীক্ষারক্ত পরীক্ষাচুল পরীক্ষা
ইয়াবা ২ দিন৪ দিন ২ দিন৯০ দিন
ইয়াবার প্রভাব দেহে কতদিন থাকে?

ফেন্সিডিল সেবনের কতদিনের মধ্যে ডোপটেস্ট করলে ধরা পরবে?

মাদকের নামলালা পরীক্ষামূত্র পরীক্ষারক্ত পরীক্ষাচুল পরীক্ষা
ফেন্সিডিল ৪ দিন৩ দিন ১ দিন৯০ দিন
ফেন্সিডিলের প্রভাব দেহে কতদিন থাকে?

কোকেন সেবনের কতদিনের মধ্যে ডোপটেস্ট করলে ধরা পরবে?

মাদকের নামলালা পরীক্ষামূত্র পরীক্ষারক্ত পরীক্ষাচুল পরীক্ষা
কোকেন ২ দিন ৩ দিন ১ দিন৩মাস

বারবিচুরেট সেবনের কতদিনের মধ্যে ডোপটেস্ট করলে ধরা পরবে?

মাদকের নামলালা পরীক্ষামূত্র পরীক্ষারক্ত পরীক্ষাচুল পরীক্ষা
বারবিচুরেট ৩ দিন ৬ সপ্তাহ ৩ দিন৩মাস থেকে ১বছর
এলএসডি সেবনের কতদিনের মধ্যে ডোপটেস্ট করলে ধরা পরবে?
মাদকের নামলালা পরীক্ষামূত্র পরীক্ষারক্ত পরীক্ষাচুল পরীক্ষা
এলএসডি ১ দিন৪ দিন ১ দিন৯০ দিন
আরো পড়ুন… এলএসডি কি? ভয়ঙ্কর মারণ নেশা এলএসডি!

ডিএমটি মাদক সেবনের কতদিনের মধ্যে ডোপটেস্ট করলে ধরা পরবে?

মাদকের নামলালা পরীক্ষামূত্র পরীক্ষারক্ত পরীক্ষাচুল পরীক্ষা
ডিএমটি ১ দিন৪ দিন ১ দিন৯০ দিন
আরো পড়ুন… ডিএমটি কী? ডিএমটি মাদক সব নেশার বাপ!

সিগারেট খেলে নিকোটিন টেস্টে কতদিন পর্যন্ত ধরা পরে

মাদকের নামলালা পরীক্ষামূত্র পরীক্ষারক্ত পরীক্ষাচুল পরীক্ষা
সিগারেটের নিকোটিন ৪ দিন৩ দিন ৩ দিন৯০ দিন থেকে ১বছর
সিগারেট খেলে নিকোটিনের প্রভাব দেহে কতদিন থাকে?

কতদিন আগে মদ সেবন করলে ডোপটেস্টে ধরা পরে না?

৭২ ঘণ্টা আগে মদ খেলে ডোপ টেস্টের সময় ধরা পরবে না। (মাদক দেহে কতদিন থাকে)

মাদক গ্রহণ করলে দেহে তা কতক্ষণ উপস্থিত থাকে?

মাদকের ধরনের উপর নির্ভর করে কন মাদক দেহে কতক্ষণ থাকবে। বেশিরভাগ মাদক দেহে সাধারনত ১২ থেকে ৭২ ঘণ্টা থাকে। ডোপ টেস্ট করলে খুব সহজেই ধরা পরবে আপনি কতদিন আগে কি ধরণের এবং কি পরিমাণ মাদক গ্রহণ করেছিলেন। (মাদক দেহে কতদিন থাকে)

How long does stay drug in body in bangla

kon madok dehe kotokhon thake, madok seboner por dehe kotokhon thake, madok seboner kotokhon por dope teste dhora pore?

Tag: মাদক দেহে কতদিন থাকে … মাদক দেহে কতদিন থাকে …. মাদক দেহে কতদিন থাকে ….. মাদক দেহে কতদিন থাকে

তথ্যসূত্র Addiction Center

Please Click on Just one Add to help us

মহাশয়, জ্ঞান বিতরণের মত মহৎ কাজে অংশ নিন।ওয়েবসাইট টি পরিচালনার খরচ হিসেবে আপনি কিছু অনুদান দিতে পারেন, স্পন্সর করতে পারেন, এড দিতে পারেন, নিজে না পারলে চ্যারিটি ফান্ডের বা দাতাদের জানাতে পারেন। অনুদান পাঠাতে পারেন এই নম্বরে ০১৭২৩১৬৫৪০৪ বিকাশ,নগদ,রকেট।

এই ওয়েবসাইট আমার নিজের খরচায় চালাই। এড থেকে ডোমেইন খরচই উঠেনা। আমি একা প্রচুর সময় দেই। শিক্ষক হিসেবে আমার জ্ঞান দানের ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা।