সোনাপাতা|সোনা পাতা পেট পরিষ্কারে ১০০% কার্যকর#

সোনাপাতা|সোনা পাতা পেট পরিষ্কারে ১০০% কার্যকর#

শীততাপ-নিয়ন্ত্রিত সুসজ্জিত কনফারেন্স রুমে মিটিং করছেন ম্যানেজিং ডিরেক্টর মাছুদ সাহেব। কোন শব্দ নেই, নেই কোন দূর্ঘটনা তারপরেও হঠাৎ সবাই হাত দিয়ে নাক মুখ চেপে ধরে নিচু হয়ে গেলেন।

ঘটনার তদন্তে দেখা গেল অজ্ঞাতনামা কোন ব্যাক্তি নিজের অজান্তে সবার উপর গন্ধময় বায়ু কামান নিক্ষেপ করেছেন। পেট ঠিকমত পরিষ্কার না হওয়ার কারণে এ ধরণের বায়ু কামান স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয় মানব পেটে।

টয়লেটে বসে মিনিটের পর মিনিট সময় ব্যয় করেও যখন পেট পরিষ্কার হয় না তখন অনেকেই দুইহাতে পেট চাপাচাপি করেন। চাপাচাপিতে যখন অল্পস্বল্প বর্জ্য বের হয় তখন সেটা সোনার চেয়ে দামি মনে হয়।

কিন্তু একটু বুদ্ধি খরচ করলে এত কষ্ট করে পেট চাপাচাপি করতে হবেনা স্মার্ট উপায়ে পেট পরিষ্কার করতে পারবেন। আপনি কি জানতে চান সেই স্মার্ট উপায়টি কি?

তাহলে পোস্ট টি ভালো করে পড়তে হবে তাহলে জানতে পারবেন স্মার্ট উপায়ে পেট পরিষ্কারের উপায় সোনা পাতার জোলাব সম্পর্কে। আসুন জানাযাক সোনা পাতার উপকারিতা সম্পর্কে।

আপনি আরো পড়তে পারেন…. রুটি ফলের পুষ্টিগুণ

সোনা পাতার পরিচিতি

সোনাপাতা নাম শুনেই হয়তো অনেকে চোখ কপালে তুলেছেন ভাবছেন সোনা দিয়ে তৈরি পাতা নাকি? কেউ আবার নামের মধ্যেই অশ্লিলতার গন্ধ পাচ্ছেন। দয়াকরে নাম নিয়ে নাক গলাবেন না প্লিজ কাম নিয়ে চিন্তা করুন। এবার ঝটপট জেনেনিন এর পরিচয়…

সোনাপাতা

বাংলা নাম: সােনা পাতা, সােনামুখী
ইংরেজী নাম: Senna, Tinnevelly Senna
আরব দেশীয় নাম: সােনামাক্কী
বৈজ্ঞানিক নাম: Cassia angustifolia Vahl.
পরিবার: Caesalpiniaceae

সোনা পাতার ইংরেজি নাম কি?

ইংরেজী নাম: Senna, Tinnevelly Senna

গাছ চেনার উপায়

সোনাপাতা উদ্ভিদ টি এক ধরণের হার্ব মানে কাঠ বিহীন কাণ্ড বিশিষ্ট গাছ ।উচ্চতায় প্রায় 60 থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত হয়।
পাতা পক্ষল যৌগিক,পাতা দেখতে অনেকটা মেহেদী পাতার মত। কাঁচা পাতার রং হলদে সবুজ শুকনা পাতার রং হলদে সােনালী বর্ণের হয়।
ফুল সাধারণত হলুদ তবে সাদা বা গােলাপী রঙেরও হয়ে থাকে। ফল কিছুটা শিমেরর মত দেখতে।

সোনাপাতা গাছের ছবি
সোনাপাতা গাছের ছবি, সোনাপাতা, সোনাপাতার উপকারিতা, সোনাপাতার অপকারিতা
গাছের ছবি

পবিত্র গ্রন্থ হাদিসে পোনা পাতার পরিচিতি

নবিজী (সা.) বলেছেন, “যদি কোনাে জিনিসের দ্বারা মৃত্যু থেকে রক্ষা পাওয়া যেত তবে তা সােনা পাতার দ্বারা
পাওয়া যেত।তােমরা অবশ্যই সােনা পাতা ব্যবহার করবে,
কেননা এটা মৃত্যু ব্যতীত সব রােগের শেফাদানকারী মহৌষধ।” (আত-তিরমিযী, হাদিস নং ২০৩১)।

সোনাপাতার গাছ কোথায় পাওয়া যায়?

উঞমন্ডলীয় দেশ গুলোতে এটি ভালো জন্মে।বাংলাদেশে সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এদের দেখা মেলে। সুদান, সােমালিয়া,পাঞ্জাব ও দক্ষিণ ভারতে বাণিজ্যিক ভবে চাষ করা হয়। আরবদেশে এদের যত্রতত্র দেখা মেলে।

সোনাপাতার উপদান সমূহ

প্রতি ১গ্রাম সোনা পাতার জৈব রাসায়নিক উপাদান

১.৫-৩% হাইড্রোজায়ানথ্রাসিন গ্লাইকোসাইড, প্রধানত সেনোসাইড এ এবং বি যা রেইন-হায়ানথ্রোন এবং কম পরিমাণে সেনোসাইড সি এবং ডি যা রেইন-এলো-ইমোডিন-হেটেরোডায়ানথ্রোন, ন্যাপথলিন, গ্লাইকোসাইড ফ্ল্যাভোনয়েড(কেম্পফেরল এবং আইসো-রামানিটিন এর ডেরিভেটিভ), ১০-১২% খনিজ উপাদান, ৭-১০% মিউসিলেজ(গ্যালাক্টোজ, এরাবিনোজ, রামনোজ এবং গ্যালাকটিউরোনিক এসিড), প্রায় ৮% পলিঅল (পিনিটল); সুগার(গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ) এবং রেজিন।

সোনাপাতার উপকারিতা

এই পাতার বহুমুখী উপকারিতা আছে। বিভিন্ন দূর্লভ খনিজ থাকার জন্য এটি শারীরবৃত্তীয় কাজে প্রভাব বিস্তার করে। উপকারিতাগুলো আলোচনা করা যাক

সোনা পাতা পেট পরিষ্কারে ১০০% কার্যকর

সােনা পাতা প্রধানত জোলাপ বা রেচক হিসেবে বেশী ব্যবহৃত হয়। কোষ্টকাঠিন্য দূর করতে চমৎকার কাজ করে। এটি রেচক হিসেবে বৃহদন্ত্রে পানি এবং
ইলেক্ট্রোলাইট শােষণ করতে বাধা দেয় ফলে মল থেকে পানি শোষিত হয় একারণে মলের পরিমান বৃদ্ধি পায়।

বৃদ্ধিপ্রাপ্ত মলের প্রেশারের কারণে দ্রুত মলাশয় খালি হয় মানে পেট একেবারে ধোয়া মোছার মত পরিষ্কার হয় আরকি! হুম তাহলে এবার জানা গেলো কিভাবে পেট পরিষ্কার করে সোনাপাতা….
অপারেশনের আগে ও পরে পেট পরিষ্কার করতে সােনা পাতা ব্যবহার করা হয়।

কোষ্ঠকাঠিন্যের মহৌষধ সোনাপাতা

এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহার করা যায়।
এটি পাইলস এর যন্ত্রণা কিছুটা লাঘব করে।
এন্টি আলসার উপাদান হিসেবেও এটা কাজ করে।

গ্যাস্ট্রিক কমায়

পেট পরিষ্কার থাকলে হজম শক্তি বৃদ্ধি পায় ফলে পাকস্থলীতে অতিরিক্ত এসিড জমা হয়নি একারণে এসিডিটি বা গ্যাস্ট্রিক কমে যায়।

কৃমি দূর করে

পাতার রস পান করলে পেটের নাড়িভূঁরি বেশ সংকুচিত ও প্রশারিত হয় মল নিষ্কশনের জন্য এই সংকোচন এর প্রভাবে কৃমি পেট থেকে বের হয়ে যায়।

ওজন কমাতে সাহায্য করে সোনাপাতা

উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।
এ৫ি খেলে ক্ষুধাবোধ কমে যায় ফলে আপনি কম খেতে পারবেন কম খেলে কম ক্যালরি শরীরে যাবে ফলে দেহে খাদ্য জমা হয়ে ওজন বাড়বে না। খাদ্যের অভাব পূরণ তরার জন্য দেহের জমানো চর্বি ভেঙ্গে খরচ হবে এতে ওজন কমে যাবে। এভাবে ওজন কমাতে সাহায্য করে এই পাতা।

সোনাপাতা খাওয়ার নিয়ম কী?

দেড় চা-চামচ পাতার পাউডার এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখতে হবে চার-পাঁচ ঘণ্টা। শুকনা পাতা হলে ২০-৩০ টি পাতা ভেজাতে হবে।সকালে আবার আল্প পরিমান গরম পানি তাতে মিশিয়ে চায়ের মত পান করতে হবে।
খাবার ৪-৫ ঘণ্টার মধ্যে বাথরুমের আশেপাশে থাকতে হবে। সপ্তাহে দুই দিন এর বেশী সেবন করা উতিৎ নয়।

সোনাপাতা ব্যবহার উচিৎ নয় কখন?

অন্ত্রের প্রদাহ, আলসার,এপেনডিসাইটিস ইত্যাদি রোগ থাকলে এই পাতা খাবেন না। পেটে সন্তান আছে, বাচ্চাকে খাওয়ান তাদের জন্য এটি নিষিদ্ধ। ৫ বছরের নিচের বাচ্চদের এটা খাওয়ানো যাবে না।

গর্ভাবস্থায় সোনাপাতা খাওয়া যাবে কী?

না। গর্ভাবস্থায় এটি খাওয়া উচিৎ নয়। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে গর্ভপাত হওয়ার সম্ভাবনা আছে।

সোনাপাতার অপকারিতা

অনেকদিন ধরে বেশি পরিমাণ সােনা পাতা ব্যবহার করলে শরীরে পটাশিয়াম লেভেল কমে যায়। পটাশিয়াম লেভেল কমে গেলে এই অবস্থাকে বলে হাইপােক্যালিমিয়া।

হাইপােক্যালমিয়া হলে নিম্নলিখিত লক্ষণ গুলাে দেখা দিতে পারে-

  • লাে ব্লাড প্রেশার।
  • শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত ঘটে।
  • হৃদস্পন্দনে পরিবর্তন দেখ দেয়।

দীর্ঘ সময় ধরে সােনা পাতা ব্যবহার করলে অস্থিসন্ধিতে ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে।

সোনা পাতার দাম কত?

১০০ গ্রাম সোনা পাতার দাম কাচা অবস্থায় ৩০-৪০ টাকা। ১০০ গ্রাম পাউডারের দাম ১৫০ টাকা
বিভিন্ন অনলাইন সপে পাবেন অথবা দারাজে পাবেন।

Health benefit of senna leaf in bangla

sona pata ki? sona pata khaoar upokarita ki? sonapata khele ki hoy? sonapatar opokarita.

Please click on Just one Add to Help Us

মহাশয়, জ্ঞান বিতরণের মত মহৎ কাজে অংশ নিন।ওয়েবসাইট টি পরিচালনার খরচ হিসেবে আপনি কিছু অনুদান দিতে পারেন, স্পন্সর করতে পারেন, এড দিতে পারেন, নিজে না পারলে চ্যারিটি ফান্ডের বা দাতাদের জানাতে পারেন। অনুদান পাঠাতে পারেন এই নম্বরে ০১৭২৩১৬৫৪০৪ বিকাশ,নগদ,রকেট।

এই ওয়েবসাইট আমার নিজের খরচায় চালাই। এড থেকে ডোমেইন খরচই উঠেনা। আমি একা প্রচুর সময় দেই। শিক্ষক হিসেবে আমার জ্ঞান দানের ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা। আপনি লিখতে পারেন এই ব্লগে। এগিয়ে নিন বাংলায় ভালো কিছু শেখার প্রচেষ্টা।