অর্গাজমের পার্শ্বপ্রতিক্রিয়া কী? Side Effects of Orgasm !!

অর্গাজমের পার্শ্বপ্রতিক্রিয়া কী? Side Effects of Orgasm !!

অর্গাজমের উপকারীতা তো অনেক জানলেন এবার আসুন জেনে নেই অর্গাজমের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে।

অর্গাজমের পার্শ্বপ্রতিক্রিয়া কী? Side Effects of Orgasm !!

আপনি আরও পড়তে পারেন….. অর্গাজম কী? অর্গাজমের লক্ষণ কী?

অর্গাজমের কারণে নিম্নলিখিত পার্শ্বপ্রতিক্রিয়াগুলো দেখা যায়….

১। হেলুসিনেশন বা মতিভ্রম

অর্গাজমের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌছে গেলে দেহে বিভিন্ন ধরণের হরমোন সর্বোচ্চ পরিমাণে ক্ষরিত হয় ফলে হেলুসিনেশন হতে পারে। হেলুসিনেশনের কারণে আপনি ভুলভাল কথা ও কাজ করতে পারেন। মাথার মধ্যে আজগুবি সুখের স্বপ্ন দেখতে পারেন।

২। মাথা ব্যাথা

যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা অর্গাজমের পর মারাত্বক মাথা ব্যাথার শিকার হতে পারেন। মাথা ব্যাথা কয়েক মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।

৩। অসুস্থতা

অর্গাজমের পর পুরুষের মধ্যে অনেক সময় অসুস্থতার লক্ষণ দেখা যায়, যেমন- প্রচণ্ড দূর্বল লাগা,প্রচুর ঘামা,শরীর ঝিম ঝিম করা, ফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়ার মতো লক্ষণ দেখা দেওয়া।
আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শুক্রাণুতে থাকা প্রোটিন ও বির্যরসে থাকা বিশেষ প্রটিন কে শত্রু মনে করে আক্রমণ করে বসে এবং ইমিউন সিস্টেম কে জাগিয়ে তোলে এ কারণেও এমন হতে পারে।

৪। মাথা ফাকাফাকা লাগা ও ভিষণ দুর্বল লাগা

অর্গাজমের পর শোয়া অবস্থা থেকে উঠে দাড়ালে মাথা ঘুরে উঠতে পারে মাথা ফাকাফাকা লাগতে পারে। নারীদের চাইতে পুরুষের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়। প্রচুর এনার্জি ক্ষয় হয়ার কারণে এমনটা হতে পারে।
পেশি শিথিলতার কারণে অনেক সময় ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট পর্যন্ত হাত-পায়ের পেশি নড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলার ফলে ভিষন দুর্বল লাগে। এই অবস্থাকে বলে- Orgasmolepsy।

৫। পোস্টকয়টাল ডিসফোরিয়া


যৌন মিলনের চরম সুখ প্রাপ্তি বা অর্গাজমের পর অনেকে বিষাদ গ্রস্থতা,অঝরে কান্না,মন খারাপ,উদ্বিগ্নতা এবং মেজাজ খিটখিটে অবস্থার সম্মুখিন হন এই অবস্থাকে বলা হয় পোস্টকয়টাল ডিসফোরিয়া।
জীবনে একবার হলেও ৩ জন মহিলার মধ্যে অন্তত ১ জন এমন অবস্থার সম্মুখিন হন।
অনেকে যৌন মিলনের পর সঙ্গিনীকে কাঁদতে দেখে ভীত হন। তবে ভয় পাবার কিছু নেই গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায় এটা হরমোন বা স্নায়ুবিক ক্রিয়ার ফলে ঘটতে পারে।
অনেকে আবার নিজেকে একা ভেবে এমন কান্না করতে পারে।

৬। ব্যাথা অনুভব করা

নারীদের ক্ষেত্রে যৌন মিলনের সময় ব্যথা অনুভূত না হলেও অর্গাজমের পর যোনিতে প্রচণ্ড উত্তেজনা সহ ব্যথা হতে পারে। 2009 সালের একটি গবেষণায় তিনটি ঘটনার প্রমাণ পাওয়া গিয়েছে যে নারীরা অর্গাজমের পর কোনও শারীরবৃত্তীয় বা সংক্রামক কারণ ছাড়াই ব্যাথা অনুভব করেছেন।
দীর্ঘস্থায়ী প্রোস্টেট রোগে আক্রান্ত পুরুষরাও প্রচণ্ড উত্তেজনা সহ ব্যথা অনুভব করেন বলে জানা গেছে।

৭। পায়ের অতিরিক্ত সংবেদনশীলতা

২০১৩ সালে জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, একজন 55 বছর বয়সী মহিলা তার স্বামীর সাথে যৌন সম্পর্কের সময় অর্গাজমের পর তার বাম পায়ে “অনাকাঙ্খিত প্রচণ্ড উত্তেজনা” অনুভব করেন বলে জানান।

যখনই তিনি যোনি বা ক্লিটোরাল প্রচণ্ড উত্তেজনা অনুভব করেন, তখন তিনি তার বাম পায়ে একই অনুভূতি অনুভব করেন। গবেষকরা বলেন যে এটি তার পায়ের ক্ষতিগ্রস্ত স্নায়ু তন্তুগুলির আংশিক পুনরুজ্জীবনের কারণে হতে পারে।

Tag- অর্গাজমের পার্শ্বপ্রতিক্রিয়া…. অর্গাজমের পার্শ্বপ্রতিক্রিয়া…. অর্গাজমের পার্শ্বপ্রতিক্রিয়া…… . . . . . . .

Please Click On Just One Add To Help Us

মহাশয়, জ্ঞান বিতরণের মত মহৎ কাজে অংশ নিন।ওয়েবসাইট টি পরিচালনার খরচ হিসেবে আপনি কিছু অনুদান দিতে পারেন, স্পন্সর করতে পারেন, এড দিতে পারেন, নিজে না পারলে চ্যারিটি ফান্ডের বা দাতাদের জানাতে পারেন। অনুদান পাঠাতে পারেন এই নম্বরে ০১৭২৩১৬৫৪০৪ বিকাশ,নগদ,রকেট।

এই ওয়েবসাইট আমার নিজের খরচায় চালাই। এড থেকে ডোমেইন খরচই উঠেনা। আমি একা প্রচুর সময় দেই। শিক্ষক হিসেবে আমার জ্ঞান দানের ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা। আপনি লিখতে পারেন এই ব্লগে। এগিয়ে নিন বাংলায় ভালো কিছু শেখার প্রচেষ্টা।