অর্গাজম কী? অর্গাজমের লক্ষণ কী?

অর্গাজম কী? অর্গাজমের লক্ষণ কী?

যৌনতার জন্য নারী ও পুরুষ উভয় উন্মুখ থাকে। সব সুখের উর্ধে হলো যৌন সুখ। কিন্তু এই সুখের একটি সর্বোচ্চ পর্যায় হলো Orgasm বা রাগমোচন। অনেকে সারাজীবন যৌনক্রিয়া করেও এই সুখের নাগাল পায়না। এমন অনেক মহিলা খুঁজে পাবেন যিনি এই সুখের সন্ধান না পেলেও দিব্যি ৪-৫টা বাচ্চা পয়দা করেছেন। আসুন আজ জেনে নেই অর্গাজম কী? অর্গাজমের লক্ষণ কী?

অর্গাজম কী? অর্গাজমের লক্ষণ কী?

আপনি আরও পড়তে পারেন…… অর্গাজমের পার্শ্বপ্রতিক্রিয়া কী? Side Effects of Orgasm !!

অর্গাজম অর্থ কি?

Orgasm শব্দটি গ্রীক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। Orgasm মানে চরমপুলক বা চরমানন্দ বা ফুলে উঠা বা উত্তেজিত হওয়া।

অর্গাজম কাকে বলে?

যৌন ক্রিয়ার চরম মুহুর্তে হঠাৎ দেহ ও মনে অপার্থিব সুখানুভূতির সৃষ্টি হয় একে Orgasm বলে।

অর্গাজম কেন হয়?

ক্লাইটোরিসে প্রায় ৬০০০-৮০০০ স্নায়ুসূত্র (nerve ending) থাকে তাই এটি খুব স্পর্শকাতর স্থান। এখানে লিঙ্গ বা হাত দিয়ে ঘষাঘষি করলে স্নায়ু উদ্দিপিত হয় এবং মস্তিষ্কে চরম পুলোকের অনুভূতি সৃষ্টি হয় ফলে Orgasm হয়।
যোনিগাত্রে প্রচুর ভাঁজ থাকে এখানে স্নায়ুর খোলা প্রান্ত থাকে বাঃর বাঃর লিঙ্গ বা আঙ্গুলের ঘষা লেগে স্নায়ু উদ্দিপিত হয় এবং Orgasm হয়।
জি স্পটে বারবার চাপ ও স্পর্শের কারণে চরম তৃপ্তিদায়ক Orgasm হয়।

অর্গাজম কতক্ষণ স্থায়ী হয়?

Orgasm-র সময়কাল পুরুষের অনূর্ধ্ব ৩-৫ সেকেণ্ড। আর মহিলাদের ৫ সেকেন্ড থেকে ২ মিনিট পর্যন্ত হতে পারে। কোন পরিবারে প্রচুর সন্তান থাকাটাই স্ত্রীর যৌনতৃপ্তির আলামত না। অনেক মহিলা Orgasm-র আগে যে সামান্য সামান্য মজা লাগে (plateau phase) তাকেই মিলনসুখ মনে করে সারাজীবন কাটিয়ে দেন ৮/১০ টা সন্তানের জন্ম দেন। সেক্স-এর তৃপ্তি কী, তা আর জানাই হয় না কোনদিন।

ফিমেল অর্গাজম কী?

নারীদের শরীরে যৌন ক্রিয়ার সময় হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি সহ চরম সুখানুভূতির সৃষ্টি হয় একে ফিমেল অর্গাজম বলে।
একটা সময় পর্যন্ত ধারণা করা হত, নারীদের Orgasm হয় না। ৭০ এর দশক অব্দি এই ধারণা টিকে ছিলো। এই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। বর্তমানে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে তাদের ও Orgasm হয়, এবং মহিলাদের Orgasm ফীল করার ক্ষমতা পুরুষের চেয়ে বেশি।

মেয়েদের অরগাজম হতে কত সময় লাগে?

সত্যি বলতে এর কোন নির্দিষ্ট সময় নেই তবে গবেশনা করে দেখাগেছে কারো ৮-১২মিনিট কারো ১৫-২০ মিনিট বা ৩০ মিনিট হয়ে থাকে তবে এটা সম্পূর্ন মন মানসিকতার উপর নির্ভর করে।তাই Orgasm এর নিদিষ্ট কোন টাইম নেই। পাফেক্ট টাইম হলেই হবে আর আপনার উপর নির্ভর করবে অনেক কিছু য়েমন কি পরিমান সুখ দিতে পারবেন,বা আপনার টাইমিং কতো ইত্যাদি।

নারীদের অর্গাজমের লক্ষণ

  1. সেক্স পার্টনার হঠাৎ আষ্টেপিষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরবে। মনে হবে পিশে মেরে ফেলবে।
  2. সুখের আবেশে চোখ বন্ধ করে ফেলবে। চোখে চরম কামনার পরে অলৌকিক প্রশান্তির ভাব দেখা যাবে।
  3. সেক্স পার্টনার দ্রুত লিঙ্গ সঞ্চালন করতে বলবে।
  4. পিঠে নখের আচর দিতে পারে।
  5. পাগলের মত গোঙ্গানির মত সুখের শব্দ করবে।
  6. আগ্রাসী চুমু দিতে থাকবে।
  7. যোনিরসের পরিমাণ হঠাৎ বেড়ে যাবে, অঙ্গ সঞ্চালন সহজ হয়ে যাবে।
  8. যোনিপথের পেশি পুরুষাঙ্গকে চেপে চেপে ধরে পিষে ফেলতে চাইবে।
  9. মাথা ফাঁকা ফাঁকা লাগবে।
  10. পুরো শরীর কেঁপে কেঁপে উঠবে তারপর হঠাৎই শরীর ছেড়ে দিবে।

পুরুষের অর্গাজম কী?

পুরুষের বীর্যপাতের সময় শরীর ঝাকুনি দিয়ে উঠে শিরিশির অনুভূতি সৃষ্টি হয় একে পুরুষ Orgasm বলে।

পুরুষের অর্গাজমের লক্ষণ

  1. হঠাৎ পার্টনার কে শক্ত করে জরিয়ে ধরবে। দেহের সাথে দেহ মিশে ফেলতে চাইবে।
  2. স্বাভাবিকের চাইতে দ্রুত অঙ্গ সঞ্চালন করবে।
  3. পুরুষাঙ্গ ভিষণ শক্ত হয়ে উঠবে। আকারে বড় ও মোটা হবে।
  4. পাগলের মত চুমু দিতে থাকবে।
  5. গোঙ্গানির মত সুখের শব্দ করবে। বাজে শব্দ উচ্চারণ করতে পারে।
  6. জোড়ে চোষণ ও মর্দন করতে পারে।
  7. কোমড় ঝাকুনি দিয়ে তীব্র গতিতে অঙ্গ সঞ্চালন করে হঠাৎ নিস্তেজ হয়ে পরবে।

অর্গাজমের সময় কি হরমোন নিঃসৃত হয়?

অর্গাজমের সময় ডোপামিন,অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়। ডোপামিন কে বলে ভালোলাগার হরমোন। অক্সিটোসিন কে বলে “the love drug.”

মহাশয়, জ্ঞান বিতরণের মত মহৎ কাজে অংশ নিন।ওয়েবসাইট টি পরিচালনার খরচ হিসেবে আপনি কিছু অনুদান দিতে পারেন, স্পন্সর করতে পারেন, এড দিতে পারেন, নিজে না পারলে চ্যারিটি ফান্ডের বা দাতাদের জানাতে পারেন। অনুদান পাঠাতে পারেন এই নম্বরে ০১৭২৩১৬৫৪০৪ বিকাশ,নগদ,রকেট।

এই ওয়েবসাইট আমার নিজের খরচায় চালাই। এড থেকে ডোমেইন খরচই উঠেনা। আমি একা প্রচুর সময় দেই। শিক্ষক হিসেবে আমার জ্ঞান দানের ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা। আপনি লিখতে পারেন এই ব্লগে। এগিয়ে নিন বাংলায় ভালো কিছু শেখার প্রচেষ্টা।