এলএসডি মাদক সেবনকারী চেনার উপায় কী? কিভাবে চিনবেন কেউ lsd আসক্ত কিনা?
আপনার আপনজন বা স্নেহের প্রিয় সন্তান এলএসডি নামক মারণ নেসায় আক্রান্ত হতে পারে কিন্তু আপনি ঘুনাক্ষরেও টের পাবেননা।
এলএসডি মাদক সেবনকারী র দেহে কিছু অস্বাভাবিকতা দেখে হয়তো আপনি মনে করবেন তার কোন অসুখ হয়েছে। আবার মানসিক পরিবর্তন দেখে মনে করবেন তার কোন মনরোগ হয়েছে।
যতদিনে আপনি বুঝতে পারবেন আপনার সন্তান ড্রাগ এডিক্ট তখন আর করার কিছুই থাকে না। তাই আপনার সন্তানকে ভালোকরে পর্যবেক্ষণ করুন। তার মানসিক ও শারীরিক পরিবর্তনগুলো নোট করুন এতে খুব সহজে বুঝতে পারবেন আপনার সন্তান মাদকাসক্ত কিনা?
প্রাথমিক অবস্থায় আপনি মাদকাসক্তের লক্ষণ সনাক্ত করতে পারলে প্রয়োজনীয় চিকিৎসা প্রয়োগ করে সন্তানকে একটি স্বাভাবিক জীবন উপহার দিতে পারবেন। কিন্তু দেরি হয়ে গেলে আর কিছুই করার থাকবে না।
এলএসডি মাদক খুব ভয়াবহ এর প্রতি আসক্তি জন্মালে আর ফেরানো সম্ভব হয়ে উঠেনা। তাই সময় থাকতে ব্যবস্থা নিন। আসুন আজ জানাযাক কিভাবে বুঝবেন আপনার সন্তান এলএসডি মাদক সেবনকারী কিনা?
আপনি আরো পরতে পারেন…. এলএসডি কি? ভয়ঙ্কর মারণ নেশা এলএসডি! … শয়তানের শ্বাস মাদক কী? সবচেয়ে ভয়ংকর মাদক স্কোপোলামিন!
এলএসডি আসক্ত ব্যক্তিকে চেনার উপায়
কেউ lsd সেবন করলে তার দেহ ও মনে
কিছু পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনগুলো দেখে এলএসডি মাদক সেবনকারী চেনা যায়।
কিভাবে চিনবেন কেউ lsd আসক্ত কিনা?
Total Time: 10 minutes
অস্বাভাবিক আচরণ করবে
lsd আসক্ত ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রেই আক্রমণাত্মক হয়ে পড়ে। তুচ্ছ ঘটনায় হিংস্র হয়ে উঠে।
খেতে চায় না
স্বাভাবিক ক্ষুধাবোধ থাকেনা তাই খাবার খেতে চায় না lsd আসক্ত ব্যক্তি। ভেগাস স্নায়ুর উপর বিরূপ প্রভাব সৃষ্টির কারণে এমন হয়।
অস্বাভাবিক ঘুম
বেশিরভাগ ক্ষেত্রেই নেশাকারী ব্যক্তি নির্ঘুম রাত কাটায়। আবার যখন ঘুমায় তখন একটানা অনেক সময় ঘুমায়। অনেকে এক ঘুমে ২-৩ দিন কাটিয়ে দেয়।
দৈহিক পরিবর্তন
চোখের মণিতে বড় হয়ে যায়, শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়, শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়।অতিরিক্ত ঘামও হতে পারে। হার্টবিট বেড়ে যাওয়ার মতো দৈহিক পরিবর্তন দেখা যায়।
অতিরিক্ত আবেগ দেখানো
lsd সেবনের পর নেশাকারী অতিরিক্ত আবেগি হয়ে পরে। সে পরিচিত বা অপরিচিত সবার সাথেই অতিরিক্ত ঘনিষ্ঠভাবে কথা বলে। গোপন তথ্য ফাস করে দেয়। কেউ কিছু চাইলে না করে না।
লাইফস্টাইল পরিবর্তন
সেবনকারী কারো সাথে দেখা করতে চাননা। নিজের মনে নতুন বন্ধু সৃষ্টি করে তার সাথে সময় কাটায়। প্রকৃত বন্ধুর সংখ্যা কমেযায়। আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পায়।
এলএসডি সেবনকারীকে চেনার উপায় কি?
নেশাকারী বেশি আবেগপ্রবণ হয়, চোখের মণি বড় হয়, অসংলগ্ন কথা বলে, কম ঘুমায়, দেহ গরম থাকে, আত্মহত্যা করতে চায়।
কিভাবে চিনবেন কেউ এলএসডি আসক্ত কিনা?
নেশাকারী বেশি আবেগপ্রবণ হয়, চোখের মণি বড় হয়, অসংলগ্ন কথা বলে, কম ঘুমায়, দেহ গরম থাকে, আত্মহত্যা করতে চায়।
How to find a lsd addicted in Bangla
lsd asokto manush chenar upay, lsd sebon kari ke chenar upay.
Please click on Just one Add to Help Us
মহাশয়, জ্ঞান বিতরণের মত মহৎ কাজে অংশ নিন।ওয়েবসাইট টি পরিচালনার খরচ হিসেবে আপনি কিছু অনুদান দিতে পারেন, স্পন্সর করতে পারেন, এড দিতে পারেন, নিজে না পারলে চ্যারিটি ফান্ডের বা দাতাদের জানাতে পারেন। অনুদান পাঠাতে পারেন এই নম্বরে ০১৭২৩১৬৫৪০৪ বিকাশ,নগদ,রকেট।
এই ওয়েবসাইট আমার নিজের খরচায় চালাই। এড থেকে ডোমেইন খরচই উঠেনা। আমি একা প্রচুর সময় দেই। শিক্ষক হিসেবে আমার জ্ঞান দানের ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা। আপনি লিখতে পারেন এই ব্লগে। এগিয়ে নিন বাংলায় ভালো কিছু শেখার প্রচেষ্টা।