দাঁত দেখে গরুর বয়স নির্ণয়
গরুর বয়স নির্ণয় !!! কোরবানির হাটে গরু কিনতে গেলে সবাই যে চিন্তায় থাকে, তা হলো গরু দাঁতিল না অদাঁতিল? দাঁতিল গরু না হলে তো কোরবানি হবে না।দুই বছর বয়স না হলে কোরবানি জায়েজ হবে না।
এই দাঁত দেখার কাজটা আমরা মুরব্বী লোকদের উপর ছেরে দেই আর পোলাপান গুলা টেনশন ফ্রি থাকি। কিন্তু একটু জানাশুনা থাকলে সবাই গরুর দাঁত দেখে গরুর বয়স নির্ণয় করতে পারব। আসুন চোখ খোলা রেখে গরুর চোয়ালে দৃষ্টিপাত করি!!!! দাঁত দেখে গরুর বয়স নির্ণয়
গরুর দাঁত কয়টি?
মানুষের মতই গরুর দাঁত ৩২টি। এদের চোয়ালের সামনের দিকে নিচের পাটিতে ৮টি কর্তন দাঁত থাকে।
কিন্তু উপরের পাটিতে দাঁত নেই।চোয়ালের পেছন দিকে ২৪টি পেষণ দাঁত থাকে।গরুর বয়স নির্ণয় করতে পেষণ দাঁতের ভূমিকা নেই।বাছুর গরুর কর্তন দাঁত ৮টি সমান আকৃতির।
বয়স বৃদ্ধির সাথে সাথে এই দুধ দাঁত পরে যায় তার জায়গায় নতুন দাঁত উঠে, এই নতুন দাঁতের সংখ্যা গুনে গরুর বয়স নির্নয় করা যায়।
বাছুর গরুর দাঁতের সংখ্যা
জন্ম থেকে এক মাস বয়সের মাঝে অস্থায়ী দাঁত উঠতে শুরু করে। এক মাসের মধ্যে নিচের পাটির সামনের আটটা অস্থায়ী দাঁত উঠে যায়। এই দাঁত গুলো প্রায় সমান আকৃতির হয়।এগুলো দুধ দাঁত নামে পরিচিত।
দুই বছর বয়সী গরুর দাঁতের সংখ্যা
এক বছর বয়সে সামনের মাঝের দুটো অস্থায়ী দাঁত পড়ে যায় ও সেখানে স্থায়ী দুটো দাঁত ওঠে যেগুলো আকারে পাশের দাঁতগুলোর থেকে বড়। দুই বছর বয়সের মাঝে এই দুটো দাঁত বেশ বড় আকার ধারণ করে।
আড়াই থেকে তিন বছর বয়সী গরুর দাঁতের সংখ্যা
গরুর বয়স দুই থেকে আড়াই বছরের মাঝে সামনের স্থায়ী দাঁতের সংখ্যা হয় চারটা। তিন বছরের মাঝে এই পাশের দুটো দাঁত সম্পূর্ণ আকার ধারণ করে।গরুর বয়স ৩ বছরের মাঝামাঝি হলে পাশে আরও ২টি দাঁত ওঠে ফলে সামনে স্থায়ী দাঁতের সংখ্যা হয় ৬টি।
সাড়ে তিন বছরের মাঝে এই দুটা দাত পূর্ণ আকার ধারণ করে থাকে।
চার বছর বয়সী গরুর দাঁতের সংখ্যা
৬টি স্হায়ী দাঁতের সাথে আরও দুটি স্হায়ী দাঁত উঠতে থাকে। সাড়ে চার বছরে মোট ৮টি স্থায়ী দাঁত উঠে।
পাঁচ বছর বয়সী গরুর দাঁতের সংখ্যা
গরুর সামনে ৮টি দাঁত স্থায়ীভাবে উঠে।দাঁত গুলো আরো মজবুত গঠন বিশিষ্ট হয়।কোন অস্হায়ী বা দুধ দাঁত থাকে না।
পাঁচ থেকে ছয় বছর বয়সী গরুর দাঁতের সংখ্যা
পাঁচ থেকে ছয় বছর বয়সে একেবারে সামনের দুটো দাঁত ক্ষয় হতে হতে সমান হয়ে যায় এবং পাশের বাকি দাঁতগুলোতেও ক্ষয়ের চিহ্ন দেখা যায়।
সাত থেকে দশ বছর বয়সী গরুর দাঁতের সংখ্যা
সাত থেকে দশ বছর বয়সে গরুর সামনের এই দাঁতগুলোর ক্ষয়ের পরিমাণ এতটাই বেশি দেখা যায় যে এগুলো ভাঙ্গা ভাঙ্গা মনে হয়।
দশ থেকে বারো বছর বয়সী গরুর দাঁতের সংখ্যা
দশ থেকে বারো বছরের মাঝে এই দাঁতগুলো ক্ষয় হতে হতে তিনকোণা হয়ে যায় এবং এদের মাঝে বেশ দূরত্ব তৈরি হয়।(গরুর বয়স নির্ণয়)
দাঁত ও বয়সের টেবিল
গরুর দাঁতের সংখ্যা | গরুর বয়স নির্ণয় |
এক জোড়া বড় কর্তন দাঁত | 18–24 months |
দুই জোড়া বড় কর্তন দাঁত | 24–30 months |
তিন জোড়া বড় কর্তন দাঁত | 36 months |
চাড় জোড়া বড় কর্তন দাঁত | 42–48 months |
আপনি আরো পড়তে পারেন
বিষাক্ত গরু চেনার ১০ উপায়……. সতীত্ব বা কুমারীত্ব কি?
Dat dekhe gorur boes nirnoy
dath dekhe corur age nirnoy, Dat dekhe gorur boes jana, cow teeth and cow age i n bangla,know cow age by teeth, gorur dat koyti, cow teeth koyti? gorur milk teeth koyti? দাঁত দেখে গরুর বয়স নির্ণয়, দাঁত দেখে গরুর বয়স নির্ণয় গরুর বয়স নির্ণয় গরুর বয়স নির্ণয় গরুর বয়স নির্ণয় গরুর বয়স নির্ণয়
Please Click On Just One Add To Help Us
মহাশয়, জ্ঞান বিতরণের মত মহৎ কাজে অংশ নিন।ওয়েবসাইট টি পরিচালনার খরচ হিসেবে আপনি কিছু অনুদান দিতে পারেন, স্পন্সর করতে পারেন, এড দিতে পারেন, নিজে না পারলে চ্যারিটি ফান্ডের বা দাতাদের জানাতে পারেন। অনুদান পাঠাতে পারেন এই নম্বরে ০১৭২৩১৬৫৪০৪ বিকাশ,নগদ,রকেট।
এই ওয়েবসাইট আমার নিজের খরচায় চালাই। এড থেকে ডোমেইন খরচই উঠেনা। আমি একা প্রচুর সময় দেই। শিক্ষক হিসেবে আমার জ্ঞান দানের ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা। আপনি লিখতে পারেন এই ব্লগে। এগিয়ে নিন বাংলায় ভালো কিছু শেখার প্রচেষ্টা।