টেস্ট টিউব বেবি মানে কি?
ফুরকান মিয়া বড় ব্যবসায়ী কিন্তু নিঃসন্তান। সন্তান লাভের তীব্র বাসনার কারণে অনেক টাকা খরচ করে আই ভি এফ প্রক্রিয়ায় একসাথে ২টি ফুটফুটে মেয়ে বাচ্চার বাবা হয়ে যান।তিনি খুব আনন্দিত বাবা হতে পেরে। কিন্তু তার বাবা হওয়া অনেকে ভালো চোখে দেখে না।গ্রামে শুরু হয় কানাঘুষা। কেউ বলে এই সন্তান অবৈধ। অতিউৎসাহী অনেক মানুষ বলে ট্যাস্টটিউব যন্তরের মইধ্যে ফুরকান মিয়ার মাইয়া বড় হইছে এই ছাওয়া ইসলামে হারাম, এরা জাউরা ছাওয়াল।
এবার ল্যাও ঠেলা! ফুকান অপমান সহ্য করতে না পেরে স্ত্রী সন্তান নিয়ে গ্রাম ছাড়েন। আপনার কি মত! টেস্টটিউবের মধ্যে বড় হয় টেস্ট টিউব বেবি? শুধু আপনি না বাংলাদেশের ৭০% মানুষই এই ধারণা করে। আজ এই ভুল ধারণা দূর করতে আমার সাথে চলে আসুন খুঁজে দেখি আসল সত্য…….
আপনি আর পড়তে পারেন….. তিন জন মিলে এক শিশুর জন্ম দেয় কিভাবে? ….. টেস্টটিউব বেবি হারাম না হালাল? … সারোগেসি কি?
টেস্ট টিউব বেবি কি?
সন্তান জন্মদানে অক্ষম দম্পতির দেহ থেকে শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহ করে কৃত্রিম পরিবেশে টেস্টটিউবের ভেতর নিষিক্ত করে পুনরায় স্ত্রীদেহের জরায়ুতে স্থাপন করার পর স্বাভাবিক নিয়মে যে সন্তান জন্মগগ্রহণ করে তাকে টেস্ট টিউব বেবি বলে।
-মেরিয়াম ওয়েবস্টার
টেস্ট টিউব বেবি বলতে কি বুঝায়?
টেস্টটিউব বেবি আসলে ইনভিট্রো ফার্টিলাইজেশন(IVF) এর সহজ ও সর্বজনবোধ্য সংক্ষিপ্ত রূপ। ‘ইন-ভিট্রো’ শব্দটি লাতিন ভাষা থেকে এসেছে। “ইন-ভিট্রো’ শব্দের অর্থ করলে হয় ইন=ভেতরে+ভিট্রো=কাঁচ নল,পূর্ণ অর্থ কাচনলের ভেতর। যেহেতু কাচের টেস্টটিউব এর মধ্যে কৃত্রিম উপায়ে শুক্রাণু ও ডিম্বাণুর নিষেক ঘটানো হয় সেহেতু একে সহজভাবে টেস্টটিউব পদ্ধতি বলে।
History of Test tube baby
টেস্টটিউব শিশু সৃষ্টির ইতিহাস বেশ পুরাতন। সেই ১৮০০ সাল থেকে মানুষ চেষ্টা করে আসছে কিভাবে স্ত্রী দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রানুর মিলন ঘটানো যায়।
সাল | ঘটনা |
১৮৭৮ সাল | স্যামুয়েল লিওপোল্ড চেক প্রথম টেস্টটিউব এর ভেতর কৃত্রিমভাবে শুক্রাণু ও ডিম্বাণুর নিষেক ঘটান। |
১৯৩৪ সাল | জর্জ পিনকাস ও এন্জম্যান খরগোসের ক্ষেত্রে সফলভাবে টেস্টটিউব শিশুর জন্ম দেন। |
১৯৭৮ সাল | এডওয়ার্ড ও স্টোপয়ে সর্ব প্রথম মানুষের ক্ষেত্রে এই পদ্ধতির মাধ্যমে লুইস ব্রাউন নামে একটি মেয়ে শিশুর জন্ম গ্রহণ করান। |
টেস্ট টিউব বেবি কেন নেয়া হয়?
পুরুষ বা মহিলা দুজনের একজন বা উভয়ে সন্তান উৎপাদনে অক্ষম হলে টেস্টটিউব বেবি প্রক্রিয়ার মাধ্যমে সন্তান জন্ম দেন। এই প্রক্রিয়ায় সন্তান নেয়ার কিছু সুনির্দিষ্ট কারণ আছে।
টেস্টটিউব বেবির কারণ:
পুরুষদের ক্ষেত্রে টেস্ট টিউব বেবির কারণ:
- একবার বির্যপাতে অন্তত ২৫ মিলিয়ন শুক্রাণু না থাকলে পুরুষদের সন্তান জন্ম দেয়া সম্ভব হয় না।
- শুক্রাণুর চলার গতি কম থাকলে এগুলো ডিম্বনালিতে নিষেকের জন্য পৌছাতে পারে না।
- অণ্ডকোষে স্পার্ম তৈরি হলেও তা বের হয়ে না আসা, যাকে অ্যাজোস্পার্মিয়া বলে।
- ওলিগোস্পার্মিয়া হলে।
মেয়েদের ক্ষেত্রে:
- ডিম্বনালিতে প্রতিবন্ধকতা থাকলে শুক্রাণু নিষিক্ত করার জন্য ডিম্বানুর কাছে পৌছাতে পারেনা ফলে গর্ভধারণ সম্ভব হয় না।
- জরায়ুতে ফাইব্রয়েড-জাতীয় টিউমার বা এন্ডোমেট্রোয়েসিস জাতীয় রোগ থাকলে।
- ডিম্বাশয় বা ওভারিতে সিস্ট বা ওভারিয়ান ফেইলিউর হলে।
টেস্ট টিউব বেবি নেয়ার পূর্ব প্রস্তুতি:
এই প্রক্রিয়া শুরুর আগে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হয় এগুলো হলো..
- চিকিৎসার খরচ, সফলতা-ব্যর্থতা সম্পর্কে জানানো হয়।
- পুরুষের বীর্য পরীক্ষা করা।
- স্বামী-স্ত্রীর রক্তের সুগার টেস্ট করা।
- যৌন রোগের উপস্থিতি পরীক্ষা করা।
- স্ত্রীর মাসিকের দ্বিতীয় দিনে হরমোনের পরিমাণ পরীক্ষা।
- এইচবিএস এন্টিজেন, ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসনোগ্রাম, হিমোগ্লোবিন, বুকের এক্স-রে ও ইসিজি করা হয়।
টেস্ট টিউব বেবি কিভাবে জন্ম নেয়?
টেস্টটিউব শিশু সৃষ্টির সম্পূর্ণ প্রক্রিয়াটি নিম্নোক্ত ৭টি ধাপে সম্পন্ন হয়।
টেস্ট টিউব বেবি সৃষ্টির প্রক্রিয়া:
টেস্ট টিউব বেবি প্রসেস
ধাপ ১: কৃত্রিম হরমোন প্রয়োগ
মাসিক বা পিরিয়ডের ২১তম দিন থেকে বা প্রথম দিন থেকে একনাগাড়ে ১০-১৫ দিন স্ত্রীকে FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমােন ও GnRH বা গোনাডোট্রোফিন রিলিজিং হরমোন ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়।
GnRH হরমোনের প্রভাবে ডিম্বাশয়ের বিভিন্ন কোষ যারা ডিম্বাণু উৎপাদন কাজে অংশগ্রহণ করে তারা কাজ শুরু করার জন্য উত্তেজিত হয় এবং ডিম্বাণু তৈরি করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন হরমোন ক্ষরণ করতে শুরু করো।FSH হরমোনের প্রভাবে ডিম্বাশয়ের ভেতর অবস্থিত অপক্ক ডিম্বাণু কোষ বা ফলিকল কোষ ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া শুরু করে। এরপর ডিম্বাশয়ের ফলিকলগুলো পরীক্ষা করার জন্য আলট্রাসনােগ্রাফি (Ultrasonography-USG) ও ব্লাড টেস্ট করা হয়।
ধাপ ২: ডিম্বাণু পরিপক্ক করা
দ্বিতীয় ধাপে পূর্বোক্ত পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে প্রথম ইনজেকশনের সাথে hCG বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোফিন হরমোন পুশ করা হয়। এই হরমোন গুলোর প্রভাবে ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয় এবং পরিপক্ব ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাণু পরিপক্ব হলে ১ম ও ২য় ইনজেকশন দুটো বন্ধ করে দেওয়া হয়। ২৪ ঘণ্টা পর LH হরমােন ইনজেকশন দেওয়া হয়। এই হরমোনের প্রভাবে ডিম্বাণু পরিপক্ক হয়ে নিষেকের জন্য প্রস্তুত হয়।
ধাপ ৩: ওভাম বা ডিম্বাণু কালেকশন
তৃতীয় ইনজেকশন দেওয়ার ৩৪-৩৬ ঘণ্টার মধ্যে আলট্রাসনােগ্রামের মাধ্যমে ডিম্বাশয় পর্যবেক্ষণ করে ল্যাপারােস্কোপির সাহায্যে তলপেটে ছোট্ট ছিদ্র করে সূক্ষ্ম মাইক্রোইনজেকশন দ্বারা ডিম্বাণু সংগ্রহ করা হয়।অনেকসময় ছোট্ট অপারেশনের মাধ্যমে ডিম্বাণু সংগ্রহ করা হয়। এই সময় স্ত্রীকে অজ্ঞান করে নেওয়া হয় অথবা ঘুমের ওষুধ খাওয়ানাে হয়।
এ পর্বটি ২০-৩০ মিনিটের মধ্যে সম্পন্ন হয়।সাধারণত ৬-১০ টি ডিম্বাণু সংগ্রহ করা হয়।সংগৃহীত ডিম্বাণু ইনকিউবেটরে স্ত্রীদেহের মত উপযুক্ত পরিবেশে সংরক্ষণ করা হয়। এসময় ডিম্বাণুর জন্য কৃত্রিম পুষ্টি পদার্থের ব্যবস্থা করা হয়।
ধাপ ৪: স্পার্ম কালেকশন
জীবাণুমুক্ত একটি পাত্রে স্বামীর শুক্রাণু বা স্পার্ম সংগ্রহ করা হয়। শুক্রাণুর কোন ত্রুটি থাকলে তা দূর করা হয়।গবেষণাগারে শুক্রাণুকে বিভিন্ন ওষুধ
দিয়ে পরিষ্কার করা হয়।সংগৃহীত শুক্রাণুকে উপযুক্ত পরিবেশে সংরক্ষণ করা হয় যাতে এদের মৃত্যু না ঘটে।
ধাপ ৫: নিষিক্তকরণ
একটি টেস্টটিউব বা অন্য কোন সুবিধামতাে মাধ্যমে (media) সংগৃহীত ডিম্বাণুর সাথে শুক্রাণুকে একটি টেস্টটিউবে নিয়ে ইনকিউবিটারে ২৪-৪৮ ঘণ্টা রেখে দেওয়া হয়।এ অবস্থায় ইনভিট্রোতে নিষেক ঘটবে এবং ক্লিভেজ চলতে থাকবে এবং নিষিক্ত ডিম্বাণু প্রাথমিক ভ্রূণে পরিণত হতে থাকবে। শুক্রাণুর নিষিক্তকরণ ও চলার ক্ষমতা কম থাকলে এভাবে নিষিক্ত হয় না তখন Intracytoplasmic sperm injection (ICSI) পদ্ধতির সাহায্য নেয়া হয়।
এ প্রক্রিয়ায় ইনজেকশনের মাধ্যমে ডিম্বাণুর সাইটোপ্লাজমে শুক্রাণুর নিউক্লিয়াস প্রবেশ করানো হয়। বয়স্ক বা বেশ কয়েকবার বিফল হওয়া মহিলাদের ক্ষেত্রে Assisted hatching এর সাহায্য নেয়া হয়।
ধাপ ৬ : ভ্রূণ প্রতিস্থাপন
এই পর্যায়ে জরায়ুতে ভ্রুণ প্রতিস্থাপন করতে হবে। ৪৮ ঘণ্টা পর স্ত্রীর বয়সের অনুপাতে ৪-৮ কোষাবশিষ্ট ২-৩টি সর্বোত্তম ভ্রূণ স্ত্রীর জরায়ুতে স্থাপন করা হয়। একটি ক্যাথেটারের মাধ্যমে যোনিপথের ভেতর দিয়ে জরায়ুতে ভ্রূণ স্থানান্তর করা হয়।
এটি খুব সহজ ও ব্যথামুক্ত পদ্ধতি।একটু সিডেটিভ প্রয়োগ করলেই চলে স্ত্রীকে অজ্ঞান বা অচেতন করার প্রয়ােজন পড়ে না। ভ্রূণ জরায়ুর ভেতরের প্রাচীরে বা এন্ডোমেট্রিয়ামে দৃঢ়ভাবে যুক্ত হয় একে ইমপ্লান্টেশন বলে।
ইমপ্লান্টেশন এর পরে ৯-১২ সপ্তাহের মধ্যে প্লাসেন্টা বা অমরা সৃষ্টি হয়। ভ্রূণ অমরার মাধ্যমে খাদ্যগ্রহণ শুরু করে। এরপর সময়ের সাথে সাথে ভ্রূণ একটি পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয়। জরায়ুতে ভ্রুণ ভালোভাবে বেরে উঠার জন্য প্রজেস্টেরণ,ইস্ট্রোজেন, hCG হরমোনের কৃত্রিম ডোজ প্রয়োগ করা হয়।
ধাপ ৭: পরিচর্যা
সবক’টি ধাপ শেষে ১৫ দিন পর রক্ত পরীক্ষা করা হয়। ফলাফল পজিটিভ হলে আরও ১৫ দিন পর ইউএসজি (USG) করে গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পুরাে প্রক্রিয়াটি চলাকালীন সাবধানতা অবলম্বন করতে হবে যেমন-
- হাসিখুশি ও স্বাভাবিক জীবনযাপন করতে হবে।
- পুষ্টিকর খাবার খেতে হব
- ভ্রমণ করা থেকে বিরত থাকতে হবে।
- ভাঙ্গা রাস্তা যেখানে প্রচুর ঝাঁকুনি হয় সেখানে যানবাহনে উঠা যাবে না।
- ভারিকাজ একদম করা যাবে না
- যৌনসংগম যতটা সম্ভব পরিহার করতে হবে।
টেস্ট টিউব বেবির সমস্যা
- একাধিক ডিম্বাণু জরায়ুতে স্থাপন করার কারণে ২-৩ বাচ্চার জন্ম হতে পারে।
- গর্ভপাতের সম্ভাবনা বেশি থাকে।
- ডিম্বনালিতে এক্টোপিক প্রেগনেন্সি হতে পারে।
- কৃত্রিম হরমোন ব্যবহারের ফলে প্রজনন ক্ষমতা চিরতরে নষ্ট হতে পারে।
- ডিম্বাণু সংগ্রহের সময় সূচের আঘাতে ইন্টারনাল রক্ত ক্ষরণ হতে পারে।
- ইনফেকশন ঘটার সম্ভাবনা থাকে।
- জরায়ু ও ডিম্বাশয়ের ক্যান্সার হতে পারে।
- জন্ম নেয়া সন্তান বিভিন্ন জটিলতায় ভুগতে পারে।
টেস্ট টিউব বেবির সফলতার হার
চিকিৎসা ক্ষেত্রে অনেক এডভান্স কান্ট্রিগুলোতে সফলতার হার ৪০-৪৫% প্রায়। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা খুব বেশি উন্নত না হলেও সফলতার হার প্রায় ৩০-৪০%।
- ৩৪ বছর কিংবা এর চেয়ে কম বয়সী নারী – ৪০%
- ৩৫ থেকে ৩৭ বছর বয়সী নারী – ৩১%
- ৩৮ থেকে ৪০ বছর বয়সী নারী – ২১%
- ৪১ থেকে ৪২ বছর বয়সী নারী – ১১%
- ৪৩ বছর কিংবা এর চেয়ে বেশি বয়সী নারী – ৫%
টেস্ট টিউব বেবির খরচ কত?
বিভিন্ন দেশে টেস্টটিউব বেবির খরচ বিভিন্ন রকম নিচের ছকে দেখুন দেশ ও শহর ভিত্তিক টেস্টটিউব বেবির খরচ ।
দেশ | টেস্টটিউব বেবির খরচ |
আমেরিকা | টেস্টটিউব বেবির খরচ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা |
সিঙ্গাপুর | টেস্টটিউব বেবির খরচ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা |
ব্যাংকক, থাইল্যান্ড | টেস্টটিউব বেবির খরচ প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা |
ইউরোপ | টেস্টটিউব বেবির খরচ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা |
ভারতে টেস্টটিউব বেবির খরচ কত?
ভারতে বিভিন্ন শহরে টেস্টটিউব বেবির খরচ বিভিন্ন রকম । নিচের ছকে দেখুন শহর ভিত্তিক টেস্টটিউব বেবির খরচ কত?
শহর | ভারতে টেস্টটিউব বেবির খরচ (রুপি) |
Mumbai | 2,00,000- 3,00,000 রুপি |
Bangalore | 1,60,000- 1,75,000 রুপি |
Chennai | 1,45,000- 1,60,000 রুপি |
Delhi | 90,000- 1, 25,000 রুপি |
Nagpur | 75,000- 90,000 রুপি |
Hyderabad | 70,000- 90,000 রুপি |
Hyderabad | 65,000-85,000 রুপি |
Kolkata | 65,000-80,000 রুপি |
টেস্ট টিউব বেবি খরচ কত বাংলাদেশে?
বাংলাদেশে টেস্টটিউব বেবির জন্য দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হয়।
বাংলাদেশের কোথায় টেস্টটিউব বেবি তৈরি হয়?
ঢাকার অনেক ক্লিনিকে সফলতার সাথে টেস্টটিউব বেবি তৈরি হয় । ক্লিনিকের নাম ও ঠিকানা নিছের ছকে দেখুন
ক্লিনিকের নাম | ঠিকানা | ফোন নম্বর | রেটিং | সফলতার হার |
Square Fertility Centre | LTD.18/F, Bir Uttam Qazi Nuruzzaman Sarak, West Panthapath,Dhaka 1205 | 10616, 01313718687, 09610707334 | **** | 40% to 45% |
ICRC/ইনফার্টিলিটি কেয়ার এন্ড রিসার্চ সেন্টার লিঃ | 5/13 Humayun Road , Block# B, Mohammadpur, Dhaka | 01747634566 01715-213783 | **** | 40% to 50% |
CHENNAI FERTILITY CENTER BANGLADESH | House No#519,Road No#1,Dhanmondi, 1205 Dhaka, Dhaka | ০১৭৯৩৩১৮৬৬৬ ০১৯৭৩৩১৮৬৬৬ | **** | 40% to 45% |
Bangladesh Infertility Management Center(BIMC) | Satmasjid Road, Dhaka 1205 | 01719-220537 | *** | 40% |
Nova IVF Fertility Clinic | Best IVF Clinic in Basundhara Road, Dhaka | 01305-305237 | *** | 40% |
ভারতের কোথায় টেস্টটিউব বেবি তৈরি হয়?
ভারতের অনেক ক্লিনিকে সফলতার সাথে টেস্টটিউব বেবি তৈরি হয় । ক্লিনিকের নাম ও ঠিকানা নিছের ছকে দেখুন …
ক্লিনিকের নাম | ঠিকানা | রেটিং | সফলতার হার |
Urvaraa IVF | 40/1A, Hazra Rd, Ballygunge, Kolkata, West Bengal, India | *** | 45% |
AMRI Hospitals | P-4&5, Gariahat Road Block-A, Scheme-L11,Dhakuria,Kolkata – 700029 | ***** | 50-60% |
Kothari Medical Centre | 8/3 Alipore Road (Opposite to Alipore Zoo) Kolkata – 700027 | **** | 70% |
Apollo Fertility Centre | Celebrity Buildings, T-95, 3rd Avenue, Anna Nagar, Chennai – 600 040. | ***** | 70% |
Chettinad Super Speciality Hospital | Rajiv Gandhi Salai OMR, Kelambakkam Chennai, Tamil Nadu 603103 | **** | 70% |
Hegde Fertility – A Unit of Hegde Hospitals | #67/68 , Vittalrao Nagar , Madhapur , R.R.District Hyderabad-81,Telangana, India.500081 | ***** | 85% |
বৈধতা
বিশ্বের প্রায় অধিকাংশ দেশে এটি বৈধ। ইসলাম ধর্মে এটি বৈধ তবে একই স্বামী-স্ত্রীর শুক্রাণু ও ডিম্বাণু ব্যবহার করে টেস্টটিউব বেবি তৈরি করতে হবে।
কিছু প্রশ্ন ও উত্তর
টেস্ট টিউব বেবি কি টেস্ট টিউবের মধ্যে হয়?
না, স্বাভাবিক শিশুর মতই মায়ের জরায়ুতে বড় হয় এবং স্বাভাবিক শিশুর মতই ভূমিষ্ঠ হয়। শুধু টেস্টটিউবে শুক্রাণু ও ডিম্বাণু নিষিক্ত করা হয়।
কত বছর পর টেস্ট টিউব বেবি নেওয়া যায় না?
সাধারণত কোন মহিলার মেনোপোজ বা মাসিক বন্ধ হয় ৪৫-৫০ বছর বয়সের মধ্যে। মেনোপোজ এর পর আর ডিম্বাণু তৈরি হয়না তাই টেস্টটিউব বেবি নেয়া সম্ভব হয় না।
টেস্ট টিউব বেবি তৈরি করতে কত সময় লাগে?
জরায়ুতে ভ্রূণ প্রতিস্থাপনের পূর্ব পর্যন্ত ৪-৬ সপ্তাহ সময় লাগে টেস্টটিউব বেবি সৃষ্টি করতে। এরপর স্বাভাবিক গর্ভাবস্থা শেষ হলে মন্তান ভূমিষ্ঠ হয়।
টেস্টটিউব বেবির খরচ কত?
2-3 লক্ষ টাকা
টেস্টটিউব বেবির সফলতার হার কত?
গড়ে ৪০-৫০%
Test tube Baby in Bangla
Test tube Baby ki? kivabe Test tube baby sisty kora hoy? test tube baby keno hoy? kivabe test tube baby hoy?
Tag: ইনজেকশনের মাধ্যমে বাচ্চা,
Please Click on Just one Add to help us
মহাশয়, জ্ঞান বিতরণের মত মহৎ কাজে অংশ নিন।ওয়েবসাইট টি পরিচালনার খরচ হিসেবে আপনি কিছু অনুদান দিতে পারেন, স্পন্সর করতে পারেন, এড দিতে পারেন, নিজে না পারলে চ্যারিটি ফান্ডের বা দাতাদের জানাতে পারেন। অনুদান পাঠাতে পারেন এই নম্বরে ০১৭২৩১৬৫৪০৪ বিকাশ,নগদ,রকেট।এই ওয়েবসাইট আমার নিজের খরচায় চালাই। এড থেকে ডোমেইন খরচই উঠেনা। আমি একা প্রচুর সময় দেই। শিক্ষক হিসেবে আমার জ্ঞান দানের ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা।