বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার বানাবেন কিভাবে?
বাড়িতে স্যানিটাইজার তৈরি করা খুব কঠিন কোন কাজ নয়। এর জন্য আপনাকে কেমিস্ট হতে হবে না বা কোন দামি যন্ত্র কিনতে হবে না। হাতের কাছে পাওয়া যায় এমন উপকরণ দিয়েই তৈরি করা যেতে পারে ৯৯% কার্যকর হ্যান্ড স্যানিটাইজার।
আপনি আরো পড়তে পারেন… স্যানিটাইজার সম্পর্কে অজানা তথ্য
বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার বানাবেন কিভাবে?
বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার তৈরির পদ্ধতি
১ লিটার বা ১০০০ মিলি পরিমাণের একবোতল স্যানিটাইজার তৈরি করার জন্য নিচের ধাপ গুলো ফলো করুন।
অ্যালকোহল ঢালুন
৭৫০ মিলি আইসোপ্রোপাইল অ্যালকোহল (IPA) এর সাথে ২ মিলি হাইড্রোজেন পার অক্সাইড(H2O2) মিশ্রিত করুন।মিশ্রণটি একটি বোতল বা ছিপিযুক্ত কৌটায় রাখুন। বাজার থেকে ইথানল কিনতে পারেন যদি আইসোপ্রোপাইল অ্যালকোহল না পান। ল্যবরেটরির রাসায়নিক পদার্থ বিক্রি হয় এমন দোকানে অ্যালকোহল পাবেন।
গ্লিসারিন মিশ্রিত করুন
১৫ মিলি গ্লিসারিন আগের অ্যালকোহল দ্রবণে ঢেলে দিন। জেল তৈরি করতে চাইলে এতে ১ কাপ এলোভেরা জেল মিশ্রিত করতে পারেন।
পানি মিশ্রিত করুন
এবার বোতলে ২৩০/২০০ মিলি ডিসটিলড ওয়াটার মেশাতে হবে। ডিসটিলড ওয়াটার না পেলে সমস্যা নেই এসির থেকে যে পানি বের হয় সেটাও ডিসটিলড ওয়াটার এটা নিতে পারেন। কিছুই না পেলে ভালোকরে ফুটানো পানি ঠান্ডা করে ব্যবহার করুন।
পারফিউম মেশান
বোতলের দ্রবণে ২৫/৩০ মিলি সুগন্ধি আতর বা পারফিউম মিশিয়ে দিন। এতে অ্যালকোহলের দুর্গন্ধ দূর হবে। এসব না থাকলে বডি স্প্রের বোতল থেকে ৬-৭ টি স্প্রে করুন বোতলের মধ্যে। আপনি সৌখিন হলে টি ট্রি ওয়েল বা বিভিন্ন সুগন্ধি এসেন্স ব্যাহার করতে পারেন। সব মেশানো হয়ে গেলে পারফিউম তৈরির কাজ শেষ।
স্প্রে নল লাগান
যদি স্যানিটাইজার স্প্রে করতে চান তাহলে একটি স্প্রে করার নল কর্ক সহ কিনে নিতে পারেন। এটি বোতলের মুখে লাগিয়ে দিন।
২৪ ঘন্টা পর ব্যবহার করুন
ভালো গন্ধ পেতে তৈরিকৃত উপাদানটি ২৪ ঘন্টা রেখে দিন তারপর ব্যবহার করুন।
হ্যান্ড স্যানিটাইজার তৈররি করতে কি কি লাগে?
পানি, ইথানল বা আইসোপ্রোপাইল এলকোহল, হাইড্রোজেন পারঅক্সাইড, সুগন্ধি,গ্লিসারিন, এলোভেরা জেল।
How to make hand sanitizer in home?
How to make hand sanitizer in home description in bengali. Barite hand sanitizer banabo kivabe? ghore toiri korun sanitizer. Sanitizer toiri korte ki lage?
Please click on Just one Add to Help Us
মহাশয়, জ্ঞান বিতরণের মত মহৎ কাজে অংশ নিন।ওয়েবসাইট টি পরিচালনার খরচ হিসেবে আপনি কিছু অনুদান দিতে পারেন, স্পন্সর করতে পারেন, এড দিতে পারেন, নিজে না পারলে চ্যারিটি ফান্ডের বা দাতাদের জানাতে পারেন। অনুদান পাঠাতে পারেন এই নম্বরে ০১৭২৩১৬৫৪০৪ বিকাশ,নগদ,রকেট।
এই ওয়েবসাইট আমার নিজের খরচায় চালাই। এড থেকে ডোমেইন খরচই উঠেনা। আমি একা প্রচুর সময় দেই। শিক্ষক হিসেবে আমার জ্ঞান দানের ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা। আপনি লিখতে পারেন এই ব্লগে। এগিয়ে নিন বাংলায় ভালো কিছু শেখার প্রচেষ্টা।