বিড়াল অনেকের প্রিয় পোষা প্রাণী। অনেক বিড়াল প্রেমী নিজের সন্তানের মতই পোষা বিড়াল কে ভালোবাসে। বিড়ালের আচরণ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে শখের পোষা বিড়াল কে অনেক সময় বিরক্তিকর মনে হয়। আবার যারা নতুন বিড়াল পুষবেন বলে চিন্তা করছেন তাদেরও বিড়ালের আচরণ সম্পর্কে সাম্যক ধারণা থাকতে হবে। আসুন আজ জেনে নেই বিড়ালের আচরণ সম্পর্কে আশ্চর্য তথ্য। বিড়ালের আচরণ

আপনি আরও পড়তে পারেন….বিড়াল পানি পছন্দ করে না কেন?
১। বিড়াল পানিকে পছন্দ করে না।
বিড়াল কেন পানিকে ভয় পায় এ বিষয়টি অনেকেরই প্রশ্ন। মূলত এ বিষয়টি বহুকাল আগে থেকেই বিড়ালের আচরণে রয়ে গেছে। বিড়ালের পশম ভিজে গেলে কুকুরের মতো সহজে শুকায় না। এ কারণে বিড়ালকে বাড়তি সময় নিয়ে পানি শুকাতে হয়। ফলে এ বিষয়টি বিড়ালের স্বভাবের অন্তর্গত হয়ে গেছে। কিছু বিশেষজ্ঞ অবশ্য বলেন, বিড়াল শক্ত স্থানের ওপর দাঁড়াতে পছন্দ করে এবং পানির মতো জিনিসকে তারা এড়িয়ে চলতে চায়।
২। বিড়াল কেন ঘন ঘন স্ট্রেচ করে?
অনেকেই বিড়ালকে ঘন ঘন স্ট্রেচ করতে দেখেন। কিন্তু এর কারণ জানেন কি? মানুষ যে কারণে স্ট্রেচ করে বিড়ালও সে কারণে স্ট্রেচ করে। এটি রক্তচলাচল বাড়ায়। বিশেষজ্ঞরা বলেন বিড়াল দৈনিক ১২ থেকে ১৬ ঘণ্টা ঘুমায়। আর ঘুমানোর সময় বিড়ালের রক্তচাপ কমে যায়। ফলে স্ট্রেচ করলে তা আবার স্বাভাবিক অবস্থায় আসে।
৩। বিড়াল কেন মল লুকিয়ে রাখে?
অনেকেই বিড়ালের এ আচরণটির সঙ্গে পরিচিত। বিড়াল মাটিতে বা বালুতে গর্ত করে সেখানে মল ত্যাগ করে। এরপর তা ঢেকে দেয়। বিশেষজ্ঞরা বলেন, বিড়াল তার পদচারণার চিহ্ন লুকাতে চায়। শত্রুরা যেন তার অবস্থানের জায়গা সম্পর্কে জানতে না পারে সেজন্য তারা এ পদক্ষেপ নেয়। এছাড়া উন্মুক্ত মল থেকে গন্ধ ছড়ায় এবং তা তার শক্তিশালী প্রতিপক্ষকে উপস্থিতি জানিয়ে দিতে পারে।
৪। বিড়াল কেন মৃত প্রাণী নিয়ে আসে?
অনেক পোষা বিড়ালই মৃত ইঁদুর ও অন্যান্য প্রাণী বাড়িতে নিয়ে আসে। আর এর কারণ হিসেবে জানা যায়, বিড়ালের জন্মগত শিকারী স্বভাবের কথা। তারা ইঁদুর, পাখি ইত্যাদি ছোট প্রাণী শিকার করে এবং তা বাড়িতে এনে খায় বা তার ছানাদের খাওয়ায়। এখন বিড়াল যদি সে প্রাণীগুলো নাও খায় তার পরেও তা বাড়িতে নিয়ে আসে।
৫। বিড়াল কেন বাক্স পছন্দ করে?
বাড়িতে বিড়াল থাকলে একটি বাক্স নিয়ে দেখতে পারেন। বিড়াল এটিকে বাড়ি হিসেবে বানাবে কিংবা এটি নিয়ে খেলবে। কিন্তু কী কারণে বিড়ালের এ আচরণ? এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেন, বিড়াল প্রাচীনকাল থেকেই ছোট ছোট স্থানে বসবাস করে অভ্যস্ত। আর এ ধরনের স্থানে তার পক্ষে শত্রুর চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকা সহজ। এ কারণেই বিড়াল বাক্স পছন্দ করে।
৬। বিড়াল কী কুকুরের তুলনায় স্মার্ট?
বিজ্ঞানীরা এ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন নাই। কারণ কুকুর ও বিড়াল দুটি ভিন্ন প্রাণী। এদের মধ্যে বিড়ালের দেহের ওজনের ০.৯ শতাংশ মস্তিষ্ক হলেও কুকুরের দেহের ওজনের ১.২ শতাংশ মস্তিষ্ক।
৭। বিড়াল কেন বেছে বেছে খায়?
বিড়ালকে প্রায়ই খাওয়ায় অনিহা দেখা যায়। এর কারণ হিসেবে জানা যায়, বিড়ালের সুস্থ থাকার জন্য খাবারের নির্দিষ্ট অনুপাত ঠিক রাখতে হয়। অর্থাৎ এক তেকে ০.৪ রেশিওতে বিড়ালের প্রোটিন ও ফ্যাট গ্রহণ করতে হয়। এ কারণে বিড়ালের প্রায়ই খাবারে অনিহা কিংবা বেছে খেতে দেখা যায়।
৮। বিড়াল কেন আপনার গায়ে মাথা ঘষে?
অনেক আদুরে বিড়াল মানুষের গায়ে মাথা ও দেহ ঘষে। আর এটি তারা করে কারো সঙ্গে যদি একাত্ম হয় তখন। এক্ষেত্রে বিড়ালের নিজের দেহের গন্ধ আপনার কাছে পৌঁছে দেওয়ারও একটি উদ্দেশ্য থাকে। বিড়ালের গন্ধ গ্রন্থি থাকে চোখের ওপরে কানের ভেতর।
Tag-cat বিড়ালের আচরণ
Info link…. cat
Please Click On Just One Add To Help Us
মহাশয়, জ্ঞান বিতরণের মত মহৎ কাজে অংশ নিন।ওয়েবসাইট টি পরিচালনার খরচ হিসেবে আপনি কিছু অনুদান দিতে পারেন, স্পন্সর করতে পারেন, এড দিতে পারেন, নিজে না পারলে চ্যারিটি ফান্ডের বা দাতাদের জানাতে পারেন। অনুদান পাঠাতে পারেন এই নম্বরে ০১৭২৩১৬৫৪০৪ বিকাশ,নগদ,রকেট।
এই ওয়েবসাইট আমার নিজের খরচায় চালাই। এড থেকে ডোমেইন খরচই উঠেনা। আমি একা প্রচুর সময় দেই। শিক্ষক হিসেবে আমার জ্ঞান দানের ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা। আপনি লিখতে পারেন এই ব্লগে। এগিয়ে নিন বাংলায় ভালো কিছু শেখার প্রচেষ্টা।