বিড়াল পানি পছন্দ করে না কেন?

বিড়াল পানি পছন্দ করে না কেন?

বিড়াল পানিকে চরম ভয় পায়। চেষ্টা করে পানির স্পর্শ এড়িয়ে চলতে। এক ফোঁটা পানির ছিটাও তাদের বিরক্ত করে তোলে। এদের এই আচরণ দেখতে যেমন অদ্ভুত, তেমনই রহস্যময়। অনেকেরই মনে হতে পারে, কেন বিড়াল পানি এত অপছন্দ করে? বিজ্ঞান এবং ব্যবহারিক বিদ্যার বিশেষজ্ঞদের মতে, এই আচরণের পেছনে রয়েছে বেশ কিছু বৈজ্ঞানিক কারণ এবং অভিযোজনের ইতিহাস। আসুন জেনে নেই বিড়াল পানি পছন্দ করে না কেন? সে বিষয়ে।

বিড়াল পানি পছন্দ করে না কেন?

আপনি আরও পড়তে পারেন…… বিড়ালের আচরণ সম্পর্কে আশ্চর্য তথ্য

বিড়াল পানি পছন্দ না করার কারণ

বিড়াল ফিলাইন পরিবারের সদস্য। অবশ্য বাঘ এবং অন্যান্য বড় ফিলাইনরাও রয়েছে। এই পরিবারটির বেশিরভাগ সদস্যই শুষ্ক পরিবেশে অভিযোজিত হয়েছে। প্রাচীনকালে যেসব বিড়ালের পূর্বপুরুষরা মরুভূমি বা শুষ্ক অঞ্চলে বাস করত, তাদের কাছে পানি ছিল বিরল জিনিস। পান করার জন্য প্রয়োজন ছিল, কিন্তু গায়ে লাগানোর জন্য মোটেও নয়। ফলে, এই শুষ্ক অঞ্চলে অভিযোজিত হওয়া বিড়ালরা পানির প্রতি বিরূপ হয়ে উঠে।

বিড়াল পানিকে ঘৃণা করার কারণ

বিড়ালের পানির প্রতি এই ভয় এবং বিরক্তির অন্যতম কারণ হলো তাদের শরীরের পশম। বিড়ালের লোম একবার ভিজে গেলে শুকাতে অনেক সময় নেয়। ভিজে থাকা লোমে ময়লা আটকে যায় এবং এটি তাদের জন্য খুবই অস্বস্তিকর হয়। আবার, ভিজে গেলে পশম ভারী হয়ে যায়, যা তাদের চলাচলে বিঘ্ন ঘটায় এবং শিকার ধরার সময়ও এটি প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

বিড়াল পানিতে ভয় পায় কেন?

বিড়ালের ত্বক কুকুরের তুলনায় অনেক বেশি স্পর্শকাতর। দীর্ঘ সময় পানির ত্বক সংস্পর্শে থাকলে এটি শীতল হয়ে যায় এবং শীতকাতুরে প্রকৃতির কারণে বিড়াল এতে খুব অস্বস্তি বোধ করে। এই কারণেও তারা পানিকে এড়িয়ে চলে।

অবশ্য বিশেষ কিছু প্রজাতির এর চেয়ে ব্যতিক্রম যদিও অধিকাংশ বিড়াল পানি অপছন্দ করে, তবুও কিছু বিশেষ প্রজাতি যেমন মেরিন কুন, তুর্কিশ ভ্যান ইত্যাদি বিড়াল সাঁতার কাটতে ভালোবাসে। এই প্রজাতির বিড়ালদের পশম পানিরোধী এবং দ্রুত শুকিয়ে যায়। ফলে এদের মধ্যে পানিভীতি কাজ করে না। এ ছাড়াও আরও একটা কারণ হলো বিড়াল এবং কুকুরের মধ্যে আরো একটি উল্লেখযোগ্য পার্থক্য হলো তাদের থাবার গঠন। কুকুরের লোম সহজেই শুকিয়ে যায় এবং তাদের থাবা পানিতে ভেসে থাকার উপযোগী। অন্যদিকে, বিড়ালের থাবা সমতলে চলাচলের জন্য উপযুক্ত। থাবা পানিতে ভারসাম্য হারায় এবং তাদের জন্য সমস্যার সৃষ্টি করে।

Tag-বিড়াল পানি পছন্দ বিড়াল পানি পছন্দ বিড়াল পানি পছন্দ

Info link…. cat

মহাশয়, জ্ঞান বিতরণের মত মহৎ কাজে অংশ নিন।ওয়েবসাইট টি পরিচালনার খরচ হিসেবে আপনি কিছু অনুদান দিতে পারেন, স্পন্সর করতে পারেন, এড দিতে পারেন, নিজে না পারলে চ্যারিটি ফান্ডের বা দাতাদের জানাতে পারেন। অনুদান পাঠাতে পারেন এই নম্বরে ০১৭২৩১৬৫৪০৪ বিকাশ,নগদ,রকেট।

এই ওয়েবসাইট আমার নিজের খরচায় চালাই। এড থেকে ডোমেইন খরচই উঠেনা। আমি একা প্রচুর সময় দেই। শিক্ষক হিসেবে আমার জ্ঞান দানের ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা। আপনি লিখতে পারেন এই ব্লগে। এগিয়ে নিন বাংলায় ভালো কিছু শেখার প্রচেষ্টা।