বোয়ানথ্রপি বিরল মানসিক রোগ! নিজেকে গরু বলে মনে হয় যে রোগ হলে!
সর্দি-কাশি,জ্বর,মাথাব্যথা,কোমড় ব্যথা এমন কতগুলো রোগ আছে যা আমাদের সকলের ই পরিচিত।আজ আমি বলবো বিশ্বের অন্যতম এক রহস্যময় রোগের কথা।এই রোগে আক্রান্ত ব্যাক্তি গরু বা মহিষের মত আচরণ শুরু করে।একে বলা হয় সাইকোলজিক্যাল ডিসঅর্ডার,এই রোগটিকে বিরল রোগের তালিকায় রাখা হয়েছে।
আপনি আরও পড়তে পারেন…….. ফিলোফোবিয়া ! বিয়ে করতে ভয় পায় যে মানসিক রোগ হলে!!!
বোয়ানথ্রপি রোগ কী?
এই রোগটি যখন একজন ব্যক্তির হয়,তখন সে গরু বা মহিষের মত ঘাসের উপর হাঁটতে শুরু করে,এটি যে কোন পুরুষ বা মহিলার হতে পারে।তবে পুরুষ মানুষের এই রোগটি বেশী হয়। এই রোগের নাম বোয়ানথ্রপি।
বোয়ানথ্রপি কেন হয়?
প্রাথমিক গবেষনায় দেখা গিয়েছে যে,একজন ব্যক্তি যখন বিভ্রান্তিকর অবস্থায় থাকে,তখন সে বোয়ানথ্রপির শিকার হতে পারে। কখনো কখনো স্বপ্নে বিভ্রান্তির কারণেও এই রোগ হতে পারে। এছাড়াও জীবনে প্রবল হতাশা (Severe Depression) -উৎকণ্ঠা (Anxiety) -স্ট্রেস (Stress) ইত্যাদি।
জীবনে এগুলোর পরিমাণ খুব বেড়ে গেলে মানুষ স্বাভাবিকভাবেই অসুখী হয়ে পড়ে। মুক্তি পেতে চায় এই দুঃসহ অবস্থা থেকে। এক্ষেত্রে নিজের চরিত্র বদলে নতুন রূপ দিতে নিরীহ প্রাণী গরুর মতো আচরণ করতে পারে। অর্থাৎ চরিত্র বদলের মাধ্যমে কষ্ট থেকে মুক্তি পাবার চেষ্টা।আসলে নিজের অবস্থান থেকে পলায়নের চেষ্টাই হলো বোয়ানথ্রপির প্রধান কারণ।
বোয়ানথ্রপি রোগে আক্রান্ত বিখ্যাত মানুষ
১.নেবুচাঁদনেজার বোয়ানথ্রপি রোগে আক্রান্ত ছিলেন
ব্যাবিলনের শূন্য উদ্যান এর নির্মাতা(নিজের স্ত্রীর জন্য নির্মিত)রাজা দ্বিতীয় নেবুচাঁদনেজার যে কিনা প্রাথমিক জীবনে ব্যাবিলনের প্রধান দেবতা মারদুকের মন্দিরে শ্রমিক হিসেবে কাজ করতেন, এর সঙ্গে বোয়ানথ্রপির সবচেয়ে বিপদ জনক ঘটনা ঘটেছিল।তিনি ছিলেন নিও-ব্যাবিলনীয় সাম্রাজ্যের শক্তিশালী রাজা,এই রাজা গরুর মতো আচরন করতেন।
তার অহংকারের মাত্রাও ছিল অনেক বেশি। বাইবেলে কথিত আছে- তার এই অহংকার,তার এই ক্ষমতার দম্ভের জন্য ঈশ্বরের অভিশাপে মানুষ থেকে ষাঁড়ে রূপান্তরিত হয়েছিলেন তিনি। বাহ্যিক গঠনের পরিবর্তন না হয়ে আচার-আচরণ, মানসিক অবস্থা সবকিছুই সেরকম হয়ে যায়। প্রায় ৭ বছর তিনি এভাবেই দিনাতিপাত করেছিলেন।
২.পারস্যের রাজপুত্রের বোয়ানথ্রপি রোগ
পারস্যের বুয়াইদ রাজপুত্র মজিদ-আল-দৌলা ছোট বয়সে একবার ভাবতে শুরু করেন যে তিনি গরু হয়ে গিয়েছেন। গরুর মতো ডাকার পাশাপাশি তিনি বলতে থাকেন তাকে যেন জবাই করা হয় গরুর মতো এবং সেই মাংস খাওয়া হয়। তার এই অবস্থা থেকে তাকে সুস্থ স্বাভাবিক করে আনেন বিজ্ঞানী ইবনে সিনা।
বোয়ানথ্রপি রোগের চিকিৎসা
উদ্বিগ্নতা এবং হতাশা এ রোগের প্রধান কারণ বলে ধারণা করা হয়। তাই কাউন্সেলিং এবং স্পিচ থেরাপি এক্ষেত্রে ফলপ্রসূ হতে পারে। তবে এর চেয়েও কার্যকরী থেরাপি দরকার হতে পারে যা এখনো অজানাই রয়ে গেছে। যেহেতু খুবই নগণ্য সংখ্যক মানুষ এ রোগে আক্রান্ত হয় তাই কোনো মনোবিজ্ঞানী-ই তাদের সময় এর পেছনে ব্যয় করতে চান না। কিন্তু অদূর ভবিষ্যতে মনোবিজ্ঞানীরা এ রোগের উত্তম চিকিৎসা খুঁজে বের করবেন সে আশা করাই যায়।
বোয়ানথ্রপির মত আরো কয়েকটি এ ধরনের মানসিক অবস্থার কথা শোনা যায়।যেমন-
1.লাইকেনথ্রপি(আক্রান্ত ব্যক্তি নিজেকে নেকড়ে ভাবতে থাকে)
2.সাইন্যানথ্রপি(মানুষ যখন নিজেকে কুকুর ভাবতে থাকে)। প্রাচীন গ্রিসে এ রোগের কথা শোনা যেত।