সাজেক ভ্যালি, সাজানো এক অনিন্দ্যসুন্দর ভ্যালি#
সাজেক ভ্যালি, সাজানো এক অনিন্দ্যসুন্দর ভ্যালি# শৈশব থেকেই আমরা ভ্যালি – নামটির সাথে অনেকেই কম-বেশি পরিচিত। নামটা শুনতেই যেন মনে হয়, ছুটে যাই ভ্রমণ করতে, কিছুটা এমন ভাবসাব! বহির্বিশ্ব ব্যতীত আমাদের এই অপরূপ সৌন্দর্যপূর্ণ-ছোট্টো সোনার বাংলাতেও ভ্যালিভিত্তিক সৌন্দর্য বিদ্যমান, যার অনবদ্য বদৌলত ‘সাজেক ভ্যালি’। চলুন, আজ সাজেক ভ্যালি’র জ্ঞানজগতে ঘুরে আসা যাক নিম্ন-আলোচ্য লেখার মাধ্যমে! …