বিমানে প্যারাসুট থাকে না কেন?
বিমানে প্যারাসুট থাকে না কেন? শুধু জাহাজ নয় ছোট্ট স্পিড বোটে উঠলেও আমরা জীবন বাঁচানোর উপকরণ লাইফ জ্যাকেট দেখতে পাই। নদী বা সমুদ্রের জলের ঢেউ সাঁতার জানা মানুষকেও কাবু করে ফেলে আর সাঁতার না জানা লোকের কথা নাই বললাম।পানিতে জলযান দুর্ঘটনায় পরলে জলের আয়তন ও গভিরতা কম থাকলে সাঁতার জানা মানুষ সাঁতরে জীবন বাঁচাতে পারে …