উড়ো মাছ বা উরুক্কু মাছ! যে মাছ উড়তে পারে।
উড়ো মাছ বা উরুক্কু মাছ! যে মাছ উড়তে পারে। মাছতো জলেই সাতার কাটে এটা আমরা সবাই জানি কিন্তু কিছু মাছ আছে যারা জলের বাইরে সাঁতার কাটতে পারে জলের বাইরে সাঁতার কাটতে পারে এমন মাছ কে বলে উরুক্কু মাছ বা উড়ো মাছ।উড়ো মাছগুলো জলেও সাঁতার দেয়, শুন্যেও উড়ে।এদের ওড়া দেখতে বড় মজার। জাহাজ চলেছে ; শান্ত …