ধূমপান ছাড়ার ঔষধ! সিগারেট ছাড়ানোর ঔষধ!

ধূমপান ছাড়ার ঔষধ! সিগারেট ছাড়ানোর ঔষধ!

আপনি ধূমপান ছাড়তে বদ্ধ পরিকর কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এমন হলে শেষ ভরসা হিসেবে ব্যবহার করবেন ঔষধ। বর্তমানে ধূমপান ছাড়ার জন্য বিভিন্ন ঔষধ ব্যবহার করা হয়। বেশিরভাগ ঔষধ বেশ কাজ দেয় এবং পরীক্ষিত। আজ ধূমপান ছাড়তে সাহায্য করে এমন ঔষধ সম্পর্কে আলোচনা করি হয়তো আপনার উপকার হবে।(ধূমপান ছাড়ার ঔষধ)

আপনি আরো পড়তে পারেন….. হারবাল সিগারেট। যে সিগারেট খেলে ক্ষতি হয় না। ….. কম নিকোটিনযুক্ত সিগারেট|১০টি কম ক্ষতিকর সিগারেট!

ধূমপান ছাড়ার হোমিওপ্যাথিক ঔষধ

উপযুক্ত হোমিও চিকিৎসা অবলম্বন করলে সিগারেটের নেশা হতে খুব সহজেই মুক্ত হওয়া যায়। নীচে ৩টি হোমিও ঔষধের নাম দেওয়া হলো এগুলো ব্যবহার করে সাহায্যে সহজেই ধূমপানের নেশা থেকে মুক্তি পেতে পারেন। প্রয়োজনে একজন হোমিও স্পেশালিস্টের সাহায্য নিন।(ধূমপান ছাড়ার ঔষধ)

China officinalis

ধূমপান ছাড়ার হোমিওপ্যাথিক ঔষধ চায়না অফিসিনালিস

ধূমপানের নেশা ছাড়াতে একটি উৎকৃষ্ট ঔষধ হলো চায়না। যারা ধূমপানে খুবই আসক্ত তাদের জন্য এই ঔষধ খুব কাজের। এটি কয়েক সপ্তাহ খাওয়ার পর ধূমপানকারী আর সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না।

ডোজ: এটি Q-3,6,30 ইত্যাদি পাওয়ার বা শক্তির ডোজে সেবন করতে হয়। শুরুতে অল্প পাওয়ারের ডোজ ব্যবহার করে ধিরে ধিরে মাত্রা বৃদ্ধি করতে হবে। তবে যত নিম্নশক্তিতে খাওয়া যায় তত উত্তম।প্রতিদিন সকাল বেলা পাঁচ ফোটা এবং রাতে পাঁচ ফোঁটা করে সেবন করতে হবে।(ধূমপান ছাড়ার ঔষধ)

Tabacum

ধূমপান ছাড়ার হোমিওপ্যাথিক ঔষধ ট্যাবাকাম

টেবেকাম নামক ঔষধটিও সিগারেট ছাড়তে ব্যবহৃত হয়।এটি সিগারেটের নেশাকে দমন করে। Nicotiana tabacum বা তামাক গাছের পাতার রস থেকে তৈরী করা হয় Tabacum ঔষধ। শুধু সিগারেট নয় বিড়ি,জর্দা,গুল ইত্যাদি তামাকের নেশা দূর করতে Tabacum ঔষধ ব্যবহার করা হয়।

ডোজ: এটি Q-3,6,30 ইত্যাদি পাওয়ার বা শক্তির ডোজে সেবন করতে হয়। শুরুতে অল্প পাওয়ারের ডোজ ব্যবহার করে ধিরে ধিরে মাত্রা বৃদ্ধি করতে হবে। তবে যত নিম্নশক্তিতে খাওয়া যায় তত উত্তম।প্রতিদিন সকাল বেলা পাঁচ ফোটা এবং রাতে পাঁচ ফোঁটা করে সেবন করতে হবে।(ধুমপান ছাড়ার ঔষধ)

Staphisagria

স্টেফিসেগ্রিয়া নিকোটিনের নেশা দূর করার জন্য বহুল ব্যবহৃত ও পরীক্ষিত ঔষধ। এটি সেবন করার পর প্রথমে ধূমপানের প্রতি আকর্ষণ কমতে থাকে এক ধরণের বিতৃষ্ণা তৈরি হয় সিগারেটের প্রতি এরপর একসময় ধূমপানের ঝোঁক চিরতরে হারিয়ে যায়।

ডোজ: এটি Q, ৩, ৬, ৩০ ইত্যাদি যে-কোন শক্তিতে খেতে পারেন ; তবে যত নিম্নশক্তিতে খাওয়া যায় তত উত্তম। রোজ পাঁচ ফোটা করে সকাল-সন্ধ্যা দু’বার।(ধূমপান ছাড়ার ঔষধ)

ধূমপান ছাড়ার হারবাল বা আয়ুর্বেদিক ঔষধ

হরিতকি চূর্ণ

যারা ধূমপান না করলে থাকতে পারেন না তাদের জন্য হরিতকি চূর্ণ বেশ উপকারী। রোজ সকালে ২/৩ গ্রাম হরতকীচূর্ণ ১ কাপ কলাপাতার রসের সঙ্গে মিশিয়ে প্রতিদিন একবার করে খেতে পারেন। সেবনের পূর্বে হালকা নাস্তা করে নিবেন।(ধূমপান ছাড়ার ঔষধ)

লেবুর রস

পাতিলেবু বা কাগজিলেবুর একটি খণ্ড কেটে নিয়ে তাতে সামান্য লবণ লাগিয়ে হালকা আঁচে গরম করে সেই রস জিভে ফোঁটা ফোঁটা ছাড়তে হবে—যখনই ধূমপানের ইচ্ছে হবে।

ধূমপান ছাড়ার এলোপেথিক ঔষধ

ধূমপান থেকে মুক্তি দিতে বাজারে কিছু এলোপেথিক ঔষধ আছে। যেমন-

Varenicline (Chantix)

Varenicline (Chantix) ধূমপান ছাড়ার ঔষধ

Varenicline এটি Chantix নামেও পরিচিত। ধূমপান ছাড়তে চান এমন রুগী ডাক্তারের কাছে আসলে ডাক্তার এই ঔষধ তার প্রেসক্রিপশনে লিখেন।মস্তিষ্কের যে অংশ নিকোটিন গ্রহণ করে তার কাজ হ্রাস করে এই ঔষধ।(ধূমপান ছাড়ার ঔষধ)
এই ঔষধ দুইভাবে কাজ করে-

  1. ধূমপানকারীকে তার ধুমপানের নেশা থেকে বিমুখ করে।
  2. ধূমপান ছাড়ার পর সৃষ্টি হওয়া শারীরিক জটিলতা দূর করে।

ডোজ:
যেদিন থেকে ধূমপান ছেড়ে দিবেন তার ১ মাস বা ১ সপ্তাহ আগে থেকে এটা গ্রহণ শুরু করতে হবে।খাবার গ্রহণের ৩০ মিনিট পর ১ গ্লাস পানি ও একটি ঔষধ সেবন করতে হবে। ১ সপ্তাহ পর ডোজ বাড়াতে হবে। বেশি ডোজ সহ্য না হলে অল্প ডোজ সেবন করলেও চলবে।(ধূমপান ছাড়ার ঔষধ)

পার্শ্ব প্রতিক্রিয়া(Side effects of varenicline)

সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। সচারাচর দৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া হলো-

  1. হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া
  2. তন্দ্রাচ্ছন্নতা,বমিভাব,মাথাব্যথা,ক্লান্তিভাব
  3. ঘুমের সমস্যা,ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখা
  4. ঘুমের মধ্যে হাটা
  5. কোষ্ঠকাঠিন্য,গ্যাস্ট্রিক,খাবারের স্বাদ পরিবর্তন
  6. ত্বকে অ্যালার্জি জাতীয় ফুসকুড়ি উঠা,চুলকানি
  7. মেজাজে পরিবর্তন আসে, বিষণ্নতা সৃষ্টি হয়
  8. রক্ত চাপ বৃদ্ধি পায়

সাবধানতা: The drug can affect your ability to drive or operate machinery.

Bupropion (Zyban)

Bupropion (Zyban) ধূমপান ছাড়ার ঔষধ

Bupropion ব্র্যান্ড নাম Zyban, Wellbutrin, Aplenzin নামে বেশি পরিচিত। ধূমপান ছাড়ার পর তীব্র নেশা অনুভব করলে বা ক্রেভিং মারাত্মক হলে এই ঔষধ antidepressant হিসেবে ব্যবহার করা হয়। মস্তিষ্কের যে স্নায়ু ধূমপান ছাড়ার পর ক্রেভিং সৃষ্টি করে সেই স্নায়ুগুলোকে শান্ত রাখে Bupropion ঔষধ।(ধূমপান ছাড়ার ঔষধ)

ডোজ:
ধূমপান ছাড়ার ১-২ সপ্তাহ আগে থেকে এটি সেবন শুরু করতে হবে। 150 mg এর ১টি ট্যাবলেট দিনে ১ বার করে খেতে হবে। ১ সপ্তাহ পর দিনে ২ ট্যাবলেট খেতে হবে।

কখন খাবেন না

  1. (seizures)হঠাৎ অজ্ঞান হয়ে যান এমন ব্যক্তি Bupropion সেবন করবেন না। এটি এই সমস্যা বৃদ্ধি করবে।
  2. যিনি প্রচুর মদ পান করেন
  3. লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তি
  4. মাথায় মারাত্মক আঘাত পাওয়া ব্যক্তি
  5. Bipolar (manic-depressive) illness
  6. Anorexia or bulimia (eating disorders)

পার্শ্ব প্রতিক্রিয়া(Side effects of bupropion)

সবার ক্ষেত্রে না হলেও অনেকের ক্ষেত্রে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। সচারাচর দৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া হলো-

  1. Dry mouth(শুষ্ক মুখ)
  2. Stuffy nose(অনবরত সর্দি)
  3. Trouble sleeping and nightmares(ঘুমের সমস্যা ও বাজে স্বপ্ন দেখা)
  4. Tiredness(ক্লান্তি)
  5. কোষ্ঠকাঠিন্য,গ্যাস্ট্রিক,খাবারের স্বাদ পরিবর্তন
  6. মাথাব্যথা
  7. High blood pressure(উচ্চ রক্তচাপ)
  8. Seizures(হঠাৎ জ্ঞান হারানো)
  9. Feeling depressed, anxious, agitated, hostile, aggressive, overly excited or hyperactive

সাবধানতা: The drug can affect your ability to drive or operate machinery.(ধুমপান ছাড়ার ঔষধ)

Nortriptyline

Nortriptyline ধূমপান ছাড়ার এলোপেথিক ঔষধ

এটি বেশ পুরনো এবং দীর্ঘ সময় ধরে ব্যবহৃত একটি ঔষধ।Nortriptyline ধূমপান ছাড়ার পর তীব্র নেশা অনুভব করলে বা ক্রেভিং মারাত্মক হলে এই ঔষধ antidepressant হিসেবে ব্যবহার করা হয়। ধূমপান ছাড়ার পর এটি দীর্ঘস্থায়ী করতে Nortriptyline বেশ ভালো কাজ করে।

ডোজ
ধূমপান ছাড়ার ১০-১৫ দিন আগে থেকে এটি সেবন শুরু করতে হবে। ১টি ট্যাবলেট দিনে ১ বার করে খেতে হবে।

পার্শ্ব প্রতিক্রিয়া(Side effects of Nortriptyline)

  1. হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়া
  2. দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া
  3. মূত্রত্যাগ করতে সমস্যা
  4. ওজন কমে যাওয়া
  5. মুখ শুষ্ক হওয়া
  6. কোষ্ঠকাঠিন্য ইত্যাদি

সাবধানতা: The drug can affect your ability to drive or operate machinery.(ধুমপান ছাড়ার ঔষধ)

Clonidine

Clonidine আরো একটি ধূমপান ছাড়ার পুরাতন ঔষধ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এটি FDA-approved ঔষধ কিন্তু এটি নিকোটিন আসক্তি দূর করতেও ব্যবহৃত হয়।

ডোজ
ধূমপান ছাড়ার ৭ দিন আগে থেকে এটি সেবন শুরু করতে হবে। ১টি ট্যাবলেট দিনে ২ বার করে খেতে হবে।

কখন Clonidine খাবেন না

  1. নিম্ন রক্তচাপ থাকলে
  2. হৃদরোগ থাকলে
  3. মাথায় বড় রকমের আঘাত থাকলে
  4. ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ভাবেই এই ঔষধ সেবন করবেন না।

পার্শ্ব প্রতিক্রিয়া (side effects of clonidine)

  1. constipation (কোষ্ঠকাঠিন্য)
  2. dizziness (মাথা ঘোরা)
  3. drowsiness (তন্দ্রাচ্ছন্নতা)
  4. অতিরিক্ত ক্লান্তি
  5. dry mouth (শুষ্ক মুখ)
  6. এলার্জিক চুলকানি
  7. নিম্নমাত্রায় হৃদস্পন্দন

সাবধানতা: The drug can affect your ability to drive or operate machinery.(ধূমপান ছাড়ার ঔষধ) ধূমপান ছাড়ার ঔষধ)

তথ্যসূত্র : webmd.com

Please Click On Just One Add To Help Us

মহাশয়, জ্ঞান বিতরণের মত মহৎ কাজে অংশ নিন।ওয়েবসাইট টি পরিচালনার খরচ হিসেবে আপনি কিছু অনুদান দিতে পারেন, স্পন্সর করতে পারেন, এড দিতে পারেন, নিজে না পারলে চ্যারিটি ফান্ডের বা দাতাদের জানাতে পারেন। অনুদান পাঠাতে পারেন এই নম্বরে ০১৭২৩১৬৫৪০৪ বিকাশ,নগদ,রকেট।

এই ওয়েবসাইট আমার নিজের খরচায় চালাই। এড থেকে ডোমেইন খরচই উঠেনা। আমি একা প্রচুর সময় দেই। শিক্ষক হিসেবে আমার জ্ঞান দানের ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা। আপনি লিখতে পারেন এই ব্লগে। এগিয়ে নিন বাংলায় ভালো কিছু শেখার প্রচেষ্টা।