সেন্টিখোর মানে কি
বন্ধুদের সাথে বসে গল্প করছেন এমন সময় আপনার কথায় কেউ হয়তো খুব মন খারাপ করে বসে আছে বা মুখ গোমড়া করে রেখেছে তখন অন্য বন্ধুরা বেশ আবেগের সুরে মনখারাপ করা বন্ধুটিকে বলে সেন্টি খাস কেনো বন্ধু? এমন কথা বন্ধুদের মাঝে হতেই পারে। আবার কেউ প্রেমে পরার পর প্রেমের সম্পর্ক ভেঙ্গে গেলে খুবই মনমরা হয়ে যায়। তখন বন্ধু সমাজে তার নাম হয় সেন্টিখোর।
ভালো বন্ধুর একটু বাঁকা কথাতে মন খারাপ হওয়াকে বলে সেন্টি খাওয়া। অনেক তো সেন্টিখোর বা সেন্টি খাওয়া শব্দের প্রয়োগ শুনলেন কিন্তু সত্যিকার অর্থে সেন্টি খাওয়া মানে কি তা জানেন? হুম! আমার প্রশ্ন শুনে আবার সেন্টি খাবেন না!! উদার মনে লেখাটি পড়তে থাকুন সব জানতে পারবেন। তাহলে শুরু করি আলোচনা সেন্টি খাওয়া অর্থ কি?
আরো পড়ুন ……… ডাকসাইটে অর্থ কী? ডাকসাইটে শব্দের উৎপত্তি# …… পিরিয়ড বা মাসিক কী? মিনস্ কী? ঋতুস্রাব কেন হয়?
সেন্টি খাওয়া অর্থ
সেন্টি ও খাওয়া দুটি ভিন্ন শব্দ নিয়ে সেন্টি খাওয়া শব্দ গঠিত। সেন্টি একটি বিদেশী ভাষার শব্দ। এটি ইংরেজি ভাষা থেকে এসেছে।
Dictionary Britannica
sentiঅর্থ-উদার, অস্থির, আনন্দদায়ক, সক্রিয়, গুরুতর।
আবার,
centi অর্থ – সেন্টি একটি ল্যাটিন শব্দ। গণিতে এর অর্থ হলো শতাংশ আর উপাধি হলে হবে ভাগ্যবান।
পরিমাপের এককে সেন্টি বলতে বোঝায় 1/100 এবং 100. যেমন, 1 সেন্টিমিটার = 1/100 মিটার।
আমাদের ব্যবহার করা senti অর্থ কিন্তু অস্থির হওয়া বোঝায়।খাওয়া একটি বাংলা শব্দ যার অর্থ খাবার গিলে ফেলা।তাহলে সেন্টি খাওয়া শব্দের পূর্ণ ভাবার্থ অর্থ করলে দাড়ায় অস্থির হওয়া,আবেগতাড়িত হওয়া।
কেউ কোন কিছু বললে যখন আপনার ইমোশনে হিট করে কিংবা আপনি ‘মাইন্ড’ করে বসেন ; ওটাকেই সেন্টি খাওয়া বলে।সেন্টি শব্দটি এসেছে Sentimental শব্দ থেকে, যার অর্থ ভাবপ্রবণ, ভাবালু।
সেন্টি খাওয়া ইমোজি
সেন্টিখোর অর্থ
যে ব্যক্তি আবেগতাড়িত হয়েছে তাকে সেন্টিখোর বলে।
সেন্টি খাওয়া শব্দের ব্যবহার
বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে সেন্টি খাওয়া শব্দটি ব্যবহার করা হয়।যেমন…
- কারো কথায় মন খারাপ হলে
- কারো আচররণে দুঃখ পেলে
- কেউ প্রতারণা করলে
- প্রিয়জন দূরে চলে গেলে
- মনের কাঙ্ক্ষিত স্বপ্ন ভেঙ্গে গেলে
- আপনি কাউকে পছন্দ করেন কিন্তু সে আরেকজনকে নিয়ে স্বপ্ন দেখে এই ব্যাপারটা আপনি কোনোভাবে জেনে গেলেন তখন আপনার অনুভূতি যেমন হয় তাকেই সেন্টি খাওয়া বলে।
Tag: ll ll ll l l l l l l l l ll ll ll l l l l l l l l ll l l l l l l ll ll l ll l l l l l l l l l l l l ll l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l ll l l l l l l l k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k k
সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি সেন্টি l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l l
Please Click on Just one Add to help us
মহাশয়, জ্ঞান বিতরণের মত মহৎ কাজে অংশ নিন।ওয়েবসাইট টি পরিচালনার খরচ হিসেবে আপনি কিছু অনুদান দিতে পারেন, স্পন্সর করতে পারেন, এড দিতে পারেন, নিজে না পারলে চ্যারিটি ফান্ডের বা দাতাদের জানাতে পারেন। অনুদান পাঠাতে পারেন এই নম্বরে ০১৭২৩১৬৫৪০৪ বিকাশ,নগদ,রকেট।এই ওয়েবসাইট আমার নিজের খরচায় চালাই। এড থেকে ডোমেইন খরচই উঠেনা। আমি একা প্রচুর সময় দেই। শিক্ষক হিসেবে আমার জ্ঞান দানের ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা।