শিশুদের ইনহেলার ব্যবহারের নিয়ম!শিশুর অ্যাজমা এটাক প্রাথমিক চিকিৎসা!

শিশুদের ইনহেলার ব্যবহারের নিয়ম!শিশুর অ্যাজমা এটাক প্রাথমিক চিকিৎসা!

শিশুদের অ্যজমা বা হাঁপানি হলে অনেক সময় ইনহেলার ব্যবহারের প্রয়োজন পরে। অনেকে এটা ব্যবহারের সঠিক নিয়ম জানে না তাই রোগের ভালোভাবে আরোগ্য হয়না অথবা রোগ আরোগ্য হতে অনেক সময় লেগে যায়।

আপনি সতর্ক হলে খুব সহজে শিশুদের সঠিকভাবে ইনহেলার ব্যবহার করা শেখাতে পারবেন। তাহলে আজ জেনে নিন শিশুদের ইনহেলার ব্যবহারের নিয়ম সম্পর্কে।

শিশুদের ইনহেলার ব্যবহারের নিয়ম

আপনি আরও পড়তে পারেন …… শিশুর জ্বরজনিত খিঁচুনি! কারণ, লক্ষণ ও প্রতিকার!

শিশুদের ইনহেলার ব্যবহারের নিয়ম

শিশুদের ইনহেলার ২ভাবে ব্যবহার করা যায়।

১। স্পেসার এর সাহায্যে

২। স্পেসার ছাড়া

১। স্পেসার এর সাহায্যে শিশুদের ইনহেলার ব্যবহার

স্পেসারের সাহায্যে যদি পাওয়া যায় তাহলে স্পেসার ব্যবহার করুন।স্পেসারের সাহায্যে শিশুকে ইনহেলার দিতে নিচের ধাপগুলো ফলো করুন।

স্পেসার এর সাহায্যে শিশুর ইনহেলার ব্যবহার
স্পেসার এর সাহায্যে শিশুর ইনহেলার ব্যবহার
  • স্পেসার এসেম্বল করুন (৪ বছরের নিচে শিশুর জন্য মাস্ক যুক্ত করুন )পাফার ক্যাপ খুলে নিন এবং ভালোভাবে ঝাঁকিয়ে নিন।
  • পাফারটি স্পেসারে উপরের দিক থেকে ঢুকিয়ে দিন।
  • মাউথপিসটি শিশুর দুই পাটির দাঁতের মধ্যে স্থাপন করুন এবং ঠোঁট দিয়ে চারপাশ ভালভাবে সিল করতে বলুন অথবা মাস্ক শিশুর মুখ এবং নাকের উপরে এমনভাবে স্থাপন করুন যেন ভাল সিল হয়।
  • পাফারটিকে জোরালভাবে একবার চাপ দিন যাতে এক পাফ স্পেসারে চলে যায়।
  • স্পেসারের ভিতরে এবং বাইরে শিশু ৪-৬ বার শ্বাস প্রশ্বাস নেবে।
  • ৪টি পাফ না নেয়া পর্যন্ত একেকবারে ১টি করে পাফ দিতে থাকুন – প্রতিটি পাফের আগে পাফারটি ঝাঁকিয়ে নিন।
  • ক্যাপটি লাগিয়ে রাখুন।

৭ বছরের নিচের শিশুর জন্য যদি স্পেসার না পাওয়া যায় তাহলে শিশুর সাহায্যকারীর হাত দিয়ে শিশুর নাক ও মুখের চারপাশে কাপের মত করে এমনভাবে ধরুন যাতে ভাল সিল হয়। এবার হাত দিয়ে পাফার চেপে দিন। স্পেসারের সাহায্যে যেভাবে পরবর্তী ধাপগুলো করতেন, তা এখানে করুন।

২। স্পেসার ছাড়া শিশুর ইনহেলার ব্যবহারের নিয়ম

শিশুর বয়স ৭ বৎসরের উপরে হলে স্পেসার দরকার নেই।নিচের নিয়মগুলো ফলো করুন

স্পেসার ছাড়া শিশুদের ইনহেলার ব্যবহার
স্পেসার ছাড়া শিশুদের ইনহেলার ব্যবহার
  • ক্যাপটি খুলুন এবং ভালভাবে ঝাঁকিয়ে নিন।
  • শিশুকে পাফারের বাইরে শ্বাস ছাড়তে দিন।
  • মাউথপিসটি শিশুর দুই পাটির দাঁতের মধ্যে স্থাপন করুন এবং ঠোঁট দিয়ে চারপাশ ভালভাবে সিল করতে বলুন।
  • শিশুটিকে ধীরে ধীরে গভীর শ্বাস নিতে বলুন।যখন শিশুটি শ্বাস নিতে থাকে তখন পাফারে জোরালভাবে একবার চাপ দিন।
  • শিশুকে কমপক্ষে ৪ সেকেন্ড শ্বাস ধরে রাখতে দিন, তারপর ধীরে ধীরে পাফারের বাইরে শ্বাস ছাড়তে বলুন।
  • ৪টি পাফ না নেয়া পর্যন্ত একেকবারে ১টি করে পাফ পুনরায় দিতে থাকুন প্রতিটি পাফের আগে পাফারটি ঝাঁকিয়ে নিন।
  • ক্যাপটি লাগিয়ে রাখুন।

শিশুদের ব্রিকনিল ইনহেলার ব্যবহারের নিয়ম

ব্রিকনিল ইনহেলার ব্যবহার

শুধুমাত্র ৬ বছর এবং এর ঊর্ধ্ব বয়সী শিশুদের জন্য

  • ঢাকনাটা খুলে সরিয়ে নিন।
  • ইনহেলারটি উপরের দিক করে ধরুন এবং গ্রীপটি পিছনের দিকে ঘুরিয়ে নিন শিশুটিকে ইনহেলারের বাইরে শ্বাস ছাড়তে দিন।
  • মাউথপিসটি শিশুর দুই পাটির দাঁতের মধ্যে স্থাপন করুন এবং ঠোঁট দিয়ে চারপাশ ভালভাবে সিল করতে বলুন।
  • শিশুকে জোরে বড় করে শ্বাস নিতে বলুন।
  • শিশুকে ধীরে ধীরে ইনহেলারের বাইরে শ্বাস ছাড়তে বলুন।
  • পুনরায় দ্বিতীয় ডোজ দিন প্রতিটি ডোজের আগে পুনরায় ভরার জন্য গ্রীপটিকে উভয়পাশে ঘুরিয়ে নিতে ভুলবেন না।
  • কভারটি লাগিয়ে রাখুন।

শিশুর অ্যাজমা এটাক হলে প্রাথমিক চিকিৎসা

অনেক সময় বাড়িতে অসময়ে অ্যাজমা আক্রান্ত শিশুর হঠাৎ অ্যাজমা অ্যাটাক করে তখন বাবা-মা আতংকিত হয়ে পরেন কি করবেন বুঝতে পারেন না। এলোমেলো কাজ ও চিৎকার চেঁচামেচিতে শিশু আরো ভীত হয় ফলে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়।শিশুর অ্যাজমা এটাক হলে ভীত না হয়ে মাথা ঠাণ্ডা রাখুন এবং নিচের কাজগুলো সতর্কতার সাথে ধারাবাহিকভাবে করুন।শিশুর জীবন বেঁচে যাবে।

শিশুর অ্যাজমা এটাক হলে প্রাথমিক চিকিৎসা

শিশুর হঠাৎ অ্যাজমা অ্যাটাক হলে কি করবেন

নিজে শান্ত থাকুন এবং শিশুকে শান্ত করুন।

শিশুকে আশ্বস্ত করুন যে ভয়ের কিছু নেই সব ঠিক হয়ে যাবে।

শিশুকে সোজা করে বসান

শিশুকে একা রাখবেন না।

শিশুকে রিলিভার ইনহেলারের ৪টি আলাদা পাফ দিন – নীল / ধুসর রঙের পাফার (যেমন: ভেন্টোলিন, অ্যাসমোল বা এয়ারোমির)যদি পাওয়া যায় তাহলে যেকোন একটি স্পেসার ব্যবহার করুন।

একেক বারে একটি করে পাফ দিন এবং প্রতিটি পাফের পর ৪-৬ বার শ্বাস নেয়ার সময় দিন।

যদি বাড়িতে শিশুর নিজস্ব রিলিভার ইনহেলার থাকে তাহলে সেটা ব্যবহার করুন। যদি না থাকে তাহলে প্রাথমিক চিকিৎসা কিটের রিলিভার ইনহেলার ব্যবহার করুন অথবা একটি ধার করুন।

ইনহেলার ব্যবহারের পর ৪ মিনিট অপেক্ষা করুন।

এরপরও শিশু যদি স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে না পারে, তাহলে আরো ৪টি পাফ দিন। প্রতিবার একটি করে পাফ দিন (স্পেসার ব্যবহার করুন, যদি পাওয়া যায়)।

উপরের নিয়ম ফলো করতে না পারলে নিচের নিয়ম ফলো করুন।

হাতের কাছে ব্রিকনিল ইনহেলার থাকলে ব্রিকানিল ইনহেলারের ২টি আলাদা ডোজ দিন।

যদি পাফার না থাকে, ৬ বৎসর এবং এর চেয়ে বড় শিশুদের জন্য আপনি ব্রিকানিল ব্যবহার করতে পারেন, যদিও শিশু সাধারনত এটি ব্যবহার করে না।

ইনহেলার ব্যবহারের পর ৪ মিনিট অপেক্ষা করুন। এরপরও শিশু যদি স্বাভাবিকভাবে শ্বাস নিতে না পারে, তাকে আরো ১টি ডোজ দিন।

এরপরও শিশু যদি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে না পারে, যতদ্রুত সম্ভব এ্যাম্বুলেন্স ডাকুন।এ্যাম্বুলেন্সকে জানান যে শিশু অ্যাজমায় আক্রান্ত হয়েছে।

রিলিভার দিতে থাকুন। এ্যাম্বুলেন্স আসা পর্যন্ত প্রতি ৪ মিনিটে ১টি করে ডোজ দিতে থাকুন।

Info source : Mayoclinic.com

লেখক
জন ডেন ও স্যমসন ডি মোর
রেসপিরেটরি বিশেষজ্ঞ
মেলবোর্ন, হেলথ ইনস্টিটিউট
অনুবাদ – মো: শান্ত সরকার

Please Click on Just one Add to help us

মহাশয়, জ্ঞান বিতরণের মত মহৎ কাজে অংশ নিন।ওয়েবসাইট টি পরিচালনার খরচ হিসেবে আপনি কিছু অনুদান দিতে পারেন, স্পন্সর করতে পারেন, এড দিতে পারেন, নিজে না পারলে চ্যারিটি ফান্ডের বা দাতাদের জানাতে পারেন। অনুদান পাঠাতে পারেন এই নম্বরে ০১৭২৩১৬৫৪০৪ বিকাশ,নগদ,রকেট।

এই ওয়েবসাইট আমার নিজের খরচায় চালাই। এড থেকে ডোমেইন খরচই উঠেনা। আমি একা প্রচুর সময় দেই। শিক্ষক হিসেবে আমার জ্ঞান দানের ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা।