- স্বপ্নে যমীন,পাহাড়,দুর্গ,ইমারত,দোকান,বিস্ফোরণ দেখার ব্যখ্যা
- স্বপ্নে যমীন বা মাঠ প্রান্তর দেখার অর্থ কী?
- স্বপ্নে মাটি বা যমিনের সাথে কথা বললে কি হয়?
- স্বপ্নে মাটির গর্তে ঢুকে গেলে কি হয়?
- স্বপ্নে নিজেকে মাটি সহ ঘুরতে দেখলে কি হয়?
- স্বপ্নে ফাঁকা মাঠে ঘুরতে দেখলে কি হয়?
- স্বপ্নে মাটি-বালু, ধুলা-ময়লা দেখার মানে কী?
- স্বপ্নে কুঁয়াশা ও ধূলা উড়তে দেখলে কি হয়?
- স্বপ্নে মাটি খেতে দেখলে কি হয়?
- স্বপ্নে পাহাড়-টিলা দেখার অর্থ
- স্বপ্নে পাহাড়ে উঠলে কি হয়?
- স্বপ্নে পাথর বহন করতে দেখলে কি হয়?
- স্বপ্নে বাজার হাট দেখলে কি হয়?
স্বপ্নে যমীন,পাহাড়,দুর্গ,ইমারত,দোকান,বিস্ফোরণ দেখার ব্যখ্যা
আপনি আরও পড়তে পারেন …… স্বপ্নে মৃত মানুষ দেখা ব্যাখ্যা কী? …… স্বপ্নে তরবারি দেখলে কী হয়? … স্বপ্নে যুদ্ধের অস্ত্র দেখার ব্যাখ্যা … স্বপ্নে ঘোড়া, গাধা, খচ্চর এবং এদের রং দেখার অর্থ! … স্বপ্নে সাপ দেখলে কি হয়?স্বপ্নে বিচ্ছু, পোকা-মাকড়, কীট-পতঙ্গ দেখার অর্থ! … স্বপ্নে বিয়ে-শাদী, নারীর গুপ্তাঙ্গ, গর্ভাবস্থা, জন্ম, দুধপান দেখার ব্যাখ্যা কী? … স্বপ্নে জান্নাত জাহান্নাম ও আগুন দেখলে কি হয়? ……. স্বপ্নে হাঁড়ি-পাতিল,আয়না,চিরুনি,সুঁই,কাঁচি দেখার অর্থ কী? …… স্বপ্নে ফেরেশতা,কাবা,নামায,হজ্জ্ব করতে দেখার ব্যাখ্যা কী? …. স্বপ্নে আকাশ,সূর্য,চাঁদ,তারা,কিয়ামত দেখার অর্থ কী? …. স্বপ্নে বাড়ি ঘড়,দরজা,সিঁড়ি,শাহী মহল ,ভূমিকম্প দেখার ব্যাখ্যা!
স্বপ্নে যমীন বা মাঠ প্রান্তর দেখার অর্থ কী?
যমীনের ব্যাখ্যা কয়েক প্রকারে দেয়া হয়। স্বপ্নে দেখা যমীনের সীমা-রেখা যদি নযরে ভেসে ওঠে, তাহলে ব্যাখ্যা হবে নারী। কিন্তু তার পরিধি যদি এত বিস্তৃত হয় যে, সীমা ও পরিধি কিছুই বুঝে আসে না, তাহলে ব্যাখ্যা দুনিয়া ও বিশ্বজাহান।
আর বিস্তৃতির সাথে সাথে যমীনের বুকে যদি শস্য-শ্যামল,ফল-ফসল ইত্যাদি দেখা যায়, কিন্তু কি ধরনের তা বুঝতে পারা যায় না, তাহলে এর ব্যাখ্যা হবে দ্বীন ইসলাম। অনুর্বর বিরান ভূমির ব্যাখ্যাও একই ধরনের।
কেউ স্বপ্ন দেখল- যমীন তার জন্য বিস্তৃত ও প্রসারিত করে দেয়া হয়েছে।এর ব্যাখ্যা তার জীবন সুখে-শান্তিতে ও নিরাপদে অতিবাহিত হবে।কিন্তু যদি দেখে যমীন তার সামনে গুটিয়ে ফেলা হয়েছে। এর অর্থ তার জীবন শেষ হয়ে গেছে।কোন সময় এর ব্যাখ্যা যোগ্যতা থাকার শর্তসাপেক্ষে নেতৃত্ব ও ক্ষমতা লাভের ইঙ্গিতবাহী।
স্বপ্নে মাটি বা যমিনের সাথে কথা বললে কি হয়?
যমীন তার সাথে কথা বলছে মর্মে কেউ স্বপ্ন দেখল—- এর ব্যাখ্যা হবে সে ব্যক্তি কল্যাণময় পার্থিব জীবন লাভ করবে, যা দেখে লোকেরা বিস্ময়ে অভিভূত হয়ে পড়বে। একই ভাবে বাকশক্তিহীন যে কোন বস্তু যদি কথা বলে, তাহলে দর্শনকারী এমন কোন ভাল জিনিস প্রাপ্ত হবে, যা দেখে লোকেরা বিস্মিত হবে।
স্বপ্নে মাটির গর্তে ঢুকে গেলে কি হয়?
এক ব্যক্তি স্বপ্ন দেখল—সে ভূগর্ভে ঢুকে পড়েছে বটে, কিন্তু কোন গর্ত তার দৃষ্টিগোচর হয় না। এর ব্যাখ্যা হবে দুনিয়া অন্বেষণের অন্তরালে সে মৃত্যুবরণ করবে। আর যদি দেখতে পায় কোন গর্তের অভ্যন্তরে সে অদৃশ্য হয়ে গেছে, তাহলে ব্যাখ্যা হবে সে ব্যক্তি বিপর্যয়ের সম্মুখীন হবে, কারো দ্বারা ধোকার শিকার হবে অথবা তার দ্বারা কোন পাপকার্য অনুষ্ঠিত হবে।
স্বপ্নে নিজেকে মাটি সহ ঘুরতে দেখলে কি হয়?
কেউ স্বপ্ন দেখল যমীন তাকে নিয়ে আবর্তিত হচ্ছে, তাহলে ব্যাখ্যা হবে তার বিষয় ব্যাপার সংকটাপন্ন হবে এবং জীবিকার সন্ধানে সে দেশ-দেশান্তর ঘুরে বেড়াবে।
স্বপ্নে ফাঁকা মাঠে ঘুরতে দেখলে কি হয়?
কোন ব্যক্তি স্বপ্ন দেখল জনমানবহীন বিরান ময়দানে সে ভ্রমণরত, কিন্তু চলছে সে সঠিক পথে ও যথাযথ লক্ষ্যপানে।এর ব্যাখ্যা হবে সে ব্যক্তি হেদায়তের সরল পথে অটল-অবিচল রয়েছে এবং ইসলামের সঠিক পথে এগিয়ে যাচ্ছে।
কেউ যদি স্বপ্ন দেখে ময়দানে তার গমন সঠিক পথে নয়, এর অর্থ ইসলামের ব্যাপারে তার মনে সন্দেহের অবকাশ রয়েছে। কেউ দেখল ময়দানে সে পানাহারে রত, এর ব্যাখ্যা দ্বীন-দুনিয়া উভয় ক্ষেত্রে সে আল্লাহর নে‘আমত ও অনুগ্রহ লাভে ধন্য হবে।
স্বপ্নে মাটি-বালু, ধুলা-ময়লা দেখার মানে কী?
মৃত্তিকা জাতীয় পদার্থের ব্যাখ্যা সাধারণত অর্থ-বিত্ত দ্বারা করা হয়।যদি কেউ স্বপ্ন দেখে সে বালু কিংবা মাটি খাচ্ছে, অথবা মাটি, ধুলাবালু তার উপর উড়ে আসছে, এর ব্যাখ্যা সে সম্পদশালী ও বিপুল ধন-ভাণ্ডারের মালিক হবে। অনুরূপ যদি দেখে সে মাটির উপর হেঁটে যাচ্ছে অথবা তা বহন করে নিয়ে যাচ্ছে, তাহলে ব্যাখ্যা হবে মাল উপার্জনে তাকে সাধ্যাতীত পরিশ্রম করতে হবে। অবশ্য পরবর্তী সময়ে সে প্রচুর মাল উপার্জনে সক্ষম হবে।
স্বপ্নে কুঁয়াশা ও ধূলা উড়তে দেখলে কি হয়?
আসমান-যমীনের মধ্যবর্তী শূন্যলোকে যদি উড়ন্ত ধুলা দেখতে পাওয়া যায়, তাহলে এটা সংকট ঘনীভূত হওয়ার আলামত। অধিকন্তু সেখানে কুয়াশা দেখতে পাওয়ার ব্যাখ্যাও একই ধরনের হবে।
স্বপ্নে মাটি খেতে দেখলে কি হয়?
কেউ স্বপ্ন দেখল- সে মাটি খনন করছে এবং মৃত্তিকা ভক্ষণ করছে। এর ব্যাখ্যা হবে ধোকা ও ফেরেববাজির মাধ্যমে সে সম্পদ আত্মসাত করে নিচ্ছে। কেননা, যমীন মূলত ইসলাম বিরোধী ধর্মের অর্থবোধক।
ভীতিপূর্ণ মরু প্রান্তরের ব্যাখ্যাও একই ধরনের হবে। কিন্তু উক্ত প্রান্তরের সীমারেখা যদি স্পষ্টত বুঝে আসে, তাহলে এর অর্থ মন্দ নারী, যার মধ্যে কোন কল্যাণ নেই।
স্বপ্নে পাহাড়-টিলা দেখার অর্থ
পাহাড়-টিলার ব্যাখ্যা মানুষ অর্থে করা হয়।এ দুইয়ের আকৃতিগত বিস্তৃতি ও বড়ত্ব অনুপাতে তা’বীর হয়ে থাকে।বৃহৎ শিলাখণ্ড ও পাথরের ব্যাখ্যাও একই ধরনের।টিলা-পাহাড়ের ব্যাখ্যা কোন কোন সময় উচ্চ মর্যাদা অর্থেও হতে পারে,যা দর্শনকারী অর্জন করবে।কেউ স্বপ্ন দেখল-পাহাড়ে আরোহণ করেছে।অর্থ হবে, উচ্চ মর্যাদা লাভ করবে। অবশ্য বৃহত্তর শিলাখণ্ডের ব্যাখ্যা এমনসব লোক দ্বারা করা হয় যাদের অন্তর খুব কঠিন।আর সাধারণত নিক্ষিপ্ত কংকরখণ্ডের ব্যাখ্যা অজ্ঞাতে কারো নিন্দাচর্চা এবং দোষারোপ করার অর্থে দেয়া হয়।
কেউ স্বপ্নে দেখল, সে পাহাড়ের উপর দাঁড়ানো। এর ব্যাখ্যা দর্শনকারী সমমানের লোকের উপর মর্যাদা লাভে ধন্য হবে। আর তাকে অধিকার করার অর্থ, তার উপর সে প্রাধান্য বিস্তার করবে এবং আপন করতলে নিয়ে আসবে। কেউ যদি স্বপ্ন দেখে সে পাহাড় ধসিয়ে দিয়েছে। এর ব্যাখ্যা হবে- কোন ব্যক্তিকে সে হত্যা করবে। যদি দেখে পাহাড় ছেদন করে সুড়ঙ্গ তৈরী করছে অথবা খনন কাজে রত আছে, তাহলে ব্যাখ্যা হবে সে কাউকে ধোকা দিচ্ছে ও কপটতার আশ্রয় নিচ্ছে।
স্বপ্নে পাহাড়ে উঠলে কি হয়?
যদি কেউ নিজেকে পাহাড়ে আরোহণরত দেখতে পায়, তাহলে এটা তার মান-মর্যাদা বৃদ্ধির লক্ষণ। এক ব্যক্তি স্বপ্ন দেখল- খাড়াপথে পাহাড়ে উঠে যাচ্ছে, তাহলে পার্থিব বিষয়ে সে বিড়ম্বনার শিকার হবে। বলা বাহুল্য, উর্ধ্বারোহণ সর্বাবস্থায় কল্যাণকর।কিন্তু সোজাসুজি ও খাড়াপথে আরোহণ করা কষ্ট-বিড়ম্বনায় নিপতিত হওয়ার নিদর্শন।
যে ব্যক্তি দেখতে পায় অতি সাবধানে সতর্ক পদে ও ধীরস্থির পদ-বিক্ষেপে সে পর্বত শীর্ষে উঠে যাচ্ছে। এর অর্থ, সে ইযযত-সম্মানের অধিকারী হবে। বস্তুত এই ধরনের আরোহণ পরিণামে কল্যাণের ইঙ্গিতবাহী।স্বপ্নের যাবতীয় উর্ধ্বারোহণ মানুষের দ্বীন-দুনিয়া, মান-ইযযত সকল ক্ষেত্রে উন্নতির লক্ষণ। অধিকন্তু পাহাড়,গুহা ও বৃক্ষে আরোহণের ব্যাখ্যা দর্শনকারীর নিরাপদ আশ্রয় লাভের আলামত।
স্বপ্নে পাথর বহন করতে দেখলে কি হয়?
যদি কেউ স্বপ্ন দেখে বৃহৎ প্রস্তরখণ্ড, বিশাল শিলাস্তর এমনকি গোটা পাহাড় একস্থান থেকে অন্যত্র বহন করে নিয়ে যাচ্ছে। এর ব্যাখ্যা অতি কঠিন কাজ তার উপর চাপিয়ে দেয়া হবে, যা বহন করা তার পক্ষে দুরূহ বলে মনে হতে থাকবে। আর এজাতীয় লোকের বোঝা বহন করার উদ্দেশ্যে ভীষণ কষ্ট করতে হবে এবং সীমাহীন বিড়ম্বনার ভিতর দিয়ে তাকে এগিয়ে যেতে হবে।
স্বপ্নে বাজার হাট দেখলে কি হয়?
বাজারের যে চত্বরে মালপত্র রেখে বেচাকেনা করা হয়, তা স্বপ্নে দেখার ব্যাখ্যা পণ্যসামগ্রী বেচাকেনা দ্বারা করা হয়। আর যে চত্বরে সাধারণত মালপত্র রাখা হয় না কিংবা বেচাকেনাও করা হয় না, তার পরিবর্তে সেখানে কেবল লোক বসে, কথাবার্তা বলে, তার ব্যাখ্যা হল স্বপ্নে এ জাতীয় চত্বর দর্শনকারী ব্যক্তি দীর্ঘ সময় কথাবার্তা, আলাপ-আলোচনায় নিমগ্ন থাকবে।
Tag: স্বপ্নে যমীন স্বপ্নে যমীন স্বপ্নে যমীন স্বপ্নে যমীন স্বপ্নে যমীন স্বপ্নে যমীন স্বপ্নে যমীন স্বপ্নে যমীন স্বপ্নে যমীন স্বপ্নে যমীন স্বপ্নে যমীন
Info source : dreamglosery
Please click on one Add to help us
মহাশয়, জ্ঞান বিতরণের মত মহৎ কাজে অংশ নিন।ওয়েবসাইট টি পরিচালনার খরচ হিসেবে আপনি কিছু অনুদান দিতে পারেন, স্পন্সর করতে পারেন, এড দিতে পারেন, নিজে না পারলে চ্যারিটি ফান্ডের বা দাতাদের জানাতে পারেন। অনুদান পাঠাতে পারেন এই নম্বরে ০১৭২৩১৬৫৪০৪ বিকাশ,নগদ,রকেট।
এই ওয়েবসাইট আমার নিজের খরচায় চালাই। এড থেকে ডোমেইন খরচই উঠেনা। আমি একা প্রচুর সময় দেই। শিক্ষক হিসেবে আমার জ্ঞান দানের ইচ্ছা থেকেই এই প্রচেষ্টা। আপনি লিখতে পারেন এই ব্লগে। এগিয়ে নিন বাংলায় ভালো কিছু শেখার প্রচেষ্টা।